মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূল কর্মী খুনের ঘটনায় দলীয় নেতার দিকেই অভিযোগ পরিবারের মালদা-মুর্শিদাবাদ-বীরভূম রাজ্য March 19, 2019 লোকসভা নির্বাচনকে ঘিরে যখন রাজ্য রাজনীতিতে শাসক-বিরোধী তরজা অব্যাহত, ঠিক তখনই মুর্শিদাবাদের ডোমকলে খুন হতে হল শাসকদলের নেতা আফতাব শেখকে। আর যে ঘটনাকে ঘিরে এখন সরগরম মুর্শিদাবাদের রাজনীতি। কিন্তু হঠাৎ কেন খুন হতে হল এই তৃণমূল নেতাকে তা নিয়েই এখন তৈরি হয়েছে নানা ধন্দ। খুনের পেছনে পারিবারিক নাকি রাজনৈতিক কারণ তা নিয়েও চলছে জল্পনা। সূত্রের খবর, ইতিমধ্যে পুলিশ জেরায় নিহত তৃণমূল নেতা আফতাব শেখের ছেলে দাবি করেছে যে, তার বাবার খুনের নেপথ্যে রয়েছেন রনি মোল্লা নামে এক ব্যক্তি। আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে কে এই রনি মোল্লা? কীভাবেই বা তৃণমূল নেতা আফতাব শেখকে খুন করলেন? সূত্রের খবর, কিছুদিন আগেই কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছিলেন এই রনি মোল্লা। অন্যদিকে ডোমকলের নিহত তৃণমূল নেতা আফতাব শেখ সিপিএমের কর্মী হিসেবে পরিচিত হলেও গত পঞ্চায়েত নির্বাচনের আগেই তিনি তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই এলাকায় তার প্রভাব বাড়তে শুরু করে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এমনকি দলের ভেতরেও তার জনপ্রিয়তা বাড়ায় তার পেছনে অনেক শত্রু তৈরি হয়েছিল বলে দাবি নিহত তৃণমূল নেতার পরিবারের। আর এই ঘটনা থেকেই তার বাবার ওপর হামলা চালিয়ে তার বাবাকে ফেলে দিয়ে ভ্যান দিয়ে তার দেহের ওপর চালিয়ে নিয়ে গিয়ে তাকে কুপিয়ে খুন করে রনি মোল্লা বলে অভিযোগ নিহত তৃণমূল নেতা আফতাব শেখের ছেলের। এদিকে দীর্ঘদিন ধরেই প্রাণভয় থাকলেও দলকে সমস্ত ঘটনা জানানো সত্ত্বেও দল কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে এদিন অভিমানের সুরে নিজেদের ক্ষোভ উগরে দিলেন সে নিহত তৃণমূল নেতা আফতাব শেখের স্ত্রী ও দাদা। অন্যদিকে দলীয় কর্মী খুন হওয়ায় এদিন বিরোধীদের দিকেই কার্যত অভিযোগের আঙুল তুলতে দেখা গেছে শাসক দলকে। এদিন এই প্রসঙ্গে ডোমকল পৌরসভার চেয়ারম্যান সৌমিক হোসেন বলেন, *খুন করে কোনো ভাবেই তৃণমূল কংগ্রেসকে ভয় দেখানো যাবে না। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তারা কেউ ছাড় পাবে না।” সব মিলিয়ে এবার লোকসভা নির্বাচনের মুখে মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূল কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত মুর্শিদাবাদের রাজনীতি। আপনার মতামত জানান -