“দৌড়ে নেই, লড়াইয়ে আছি” হঠাৎ কেন এমন বললেন দিলীপ ঘোষ? জেনে নিন! বিজেপি রাজনীতি রাজ্য March 18, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপির রাজ্য সভাপতি কে হবেন, তা নিয়ে জল্পনা চলছে। অনেকেই বলছেন, দিলীপ ঘোষ আবার ফিরে পেতে পারেন সভাপতির পদ। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজ দিলীপ ঘোষকে এই বিষয়ে প্রশ্ন করতেই তিনি কার্যত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বসলেন। প্রসঙ্গত, এদিন সভাপতি পদের দৌড়ে দিলীপ ঘোষের নাম শোনা যাচ্ছে নিয়ে তাকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “আমি কোনো দৌড়ে নেই, আমি লড়াইয়ে আছি। এখানে যে সরকার চলছে, সেই সরকারকে সরানোর লড়াইয়ে আছি। আমি কোনোদিন কোনো দৌড়ে ছিলাম না। যখন নির্বাচনে পার্টি দায়িত্ব দিয়েছে, তখন লড়েছি, জিতেছি।” আপনার মতামত জানান -