এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দড়ি টানাটানির মাঝেই আলাপনকে নিয়ে বিস্ফোরক অভিযোগ, অস্বস্তি বাড়ছে মমতার!

দড়ি টানাটানির মাঝেই আলাপনকে নিয়ে বিস্ফোরক অভিযোগ, অস্বস্তি বাড়ছে মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সম্প্রতি কেন্দ্র বনাম রাজ্যের সংঘাত ভয়াবহ আকার ধারণ করেছে সদ্য অবসর নেওয়া রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে। দুর্যোগ পরবর্তীতে কলাইকুন্ডাতে প্রধানমন্ত্রী প্রশাসনিক বৈঠক করলেও, সেখানে উপস্থিত না থেকে নিজের দায়িত্ব পালন করেননি রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব। যার জেরে তার চাকরির মেয়াদ শেষ দিন তাকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দিল্লিতে নর্থ ব্লকে চাকরিতে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশ পালন না করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালন করতে দেখা যায় বর্তমান মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে।

পরবর্তীতে গত মে মাসের 31 তারিখে চাকরি থেকে অবসর নিয়ে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে যোগদান করেন তিনি। আর এই পরিস্থিতিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার শোকজ নোটিশ পাঠিয়ে দিয়েছে। যার জেরে দ্রুত সেই জবাব দিতে হবে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবকে। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে আলাপন বন্দ্যোপাধ্যায় কি জবাব দেন, তার দিকে নজর রয়েছে সকলের‌।

তবে মুখ্যসচিব থাকবার সময় আলাপন বন্দ্যোপাধ্যায় যে প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত না থেকে ঠিক কাজ করেননি, সেই ব্যাপারে কার্যত একমত সরকারি আধিকারিকরা। একাংশ বলছেন, মুখ্যসচিব একটি সরকারি এবং প্রশাসনিক পদ। এক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের কথা অনুযায়ী মুখ্যসচিব কাজ করতে পারেন না। সেদিক থেকে প্রধানমন্ত্রী দুর্যোগ পরবর্তী বৈঠক ডাকলেও কেন সেখানে উপস্থিত থাকলেন না আলাপন বন্দ্যোপাধ্যায়! তাই এই বিষয়টিকে হাতিয়ার করে এখন কেন্দ্র তার বিরুদ্ধে পদক্ষেপ নিলেও, আলাপনবাবুর তেমন কিছু করার সাধ্যি নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

এদিন এই প্রসঙ্গে এক  সরকারি আধিকারিক বলেন, একজন মুখ্যসচিব কখনই মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত স্টাফ হিসেবে কাজ করতে পারেন না। তিনি যতই সিনিয়র হন, তিনি রাজ্যের মুখ্যসচিব, মুখ্যমন্ত্রীর নয়। আইএএস পদের একটা সম্মান আছে। দেশের তাবড় তাবড় মন্ত্রীরা এই পদকে স্যালুট করে। সেখানে দাঁড়িয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়ের আচরণ দেশের আইএএস পদের সম্মানে আঘাত করেছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হয়ত বা রাজনৈতিক কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বৈঠকে উপস্থিত হননি। এক্ষেত্রে নিজেদের কথা তুলে ধরেছেন তিনি। কিন্তু সরকারি আধিকারিক রাজ্যের মুখ্যসচিব। সেক্ষেত্রে আলাপন বন্দ্যোপাধ্যায় কেন নিজের নিয়মের বেড়াজালের বাইরে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে সাথ দিলেন!

কেন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত হলেন না! এখন এই প্রশ্ন অনেকেই তুলতে শুরু করেছেন। অনেকেই বলছেন, অবসর নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ্য উপদেষ্টা পদে আলাপন বন্দ্যোপাধ্যায়কে রেখে দিয়েছেন। সেদিক থেকে মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত না হয়ে যত চাকরি জীবনের শেষে বিতর্কের মুখে পড়ে গেলেন আলাপন বন্দ্যোপাধ্যায়।

বিশ্লেষকদের মতে, এই সমস্ত কারণ আলাপন বন্দ্যোপাধ্যায়কে আরও চাপের মুখে রেখে দিতে পারে। সরকারি কর্তা হিসেবে তিনি কোনো একটি রাজনৈতিক দলকে খুশি রাখার জন্য কাজ করে গিয়েছেন বলে অভিযোগ তুলছেন সরকারি মহলের একাংশ।

ইতিমধ্যেই আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে বলে খবর। ফলে চাকরি জীবন থেকে অবসর নিলেও এখনও পর্যন্ত খবরের শিরোনামে আলাপন বন্দ্যোপাধ্যায়। চাকরি জীবনের শেষে যেভাবে তিনি বিতর্কে থেকে গেলেন,তাতে গুঞ্জন ক্রমশ বাড়ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!