দোষীদের খেলা শেষ, আরজিকর কান্ডে এবার হাল ধরলো কলকাতা হাইকোর্ট! খুশি জনতা! কলকাতা রাজনীতি রাজ্য February 6, 2025 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এতদিন ধরে এটাই হয়ত সাধারণ মানুষ চাইছিলেন। অবশেষে সাধারণ মানুষের পালস হয়ত বুঝতে পারলো কলকাতা হাইকোর্ট। যেভাবে আরজিকর কান্ডের পর থেকে মামলা হলেও, তা নিয়ে ঢিলামি হচ্ছে এবং যেভাবে তদন্তকারী সংস্থা তদন্ত করছে না বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছিল, এবার তার পরিপ্রেক্ষিতে বড় মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, এবার থেকে বিচার প্রক্রিয়া যাতে বিলম্বিত না হয়, তার জন্য তারা গোটা বিষয়টি দেখবেন। স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টের বিচারপতির এই মন্তব্য রীতিমত আশ্বস্ত এবং উচ্ছ্বসিত করছে প্রতিবাদী জনতাকে। সূত্রের খবর, এদিন এই ব্যাপারে বড় মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। তিনি বলেন, “সঠিক পদ্ধতি মেনে বিচার প্রক্রিয়া সংগঠিত করার নামে যাতে বিচার প্রক্রিয়া বিলম্বিত না হয়, সেটা আমরা দেখব।” আর বিচারপতির এই মন্তব্যের পরেই সাধারণ মানুষ যে যথেষ্ট উচ্ছ্বসিত, তা বলার অপেক্ষা রাখে না। কারণ অনেকের মধ্যে থেকেই একটা বিষয় শোনা যাচ্ছিল যে, সিবিআই হয়ত তদন্ত করছে, কিন্তু আসলে লাভের লাভ কিছু হচ্ছে না। উল্টে বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করা হচ্ছে। তাই সেই বিচার প্রক্রিয়া যাতে দ্রুত হয় এবং কোনোভাবেই যাতে সেটা বিলম্বিত না হয়, তার জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি যেভাবে হাল ধরার কথা জানিয়ে দিলেন, তাতে এবার একটা কিছু হবে এবং অভয়াকে যারা শেষ করেছে, তাদের কলকাঠি নারার প্রবণতা যেমন শেষ হবে, ঠিক তেমনই অভয়া প্রকৃত বিচার পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -