এখন পড়ছেন
হোম > রাজ্য > দময়ন্তী নয়, ধর্ষণ কাণ্ডে আদালতের কাছে নয়া আর্জি রাজ্যের !

দময়ন্তী নয়, ধর্ষণ কাণ্ডে আদালতের কাছে নয়া আর্জি রাজ্যের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে একের পর এক ঘটেই চলেছে ধর্ষণের মতো জঘন্য ঘটনা। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এই রকমই একটি ঘটনার তদন্ত দেওয়া হয়েছিল দময়ন্তী সেনের ওপর। কিন্তু তার তদন্ত কার্যত অস্বস্তিতে ফেলে দেয় তৃণমূল সরকারকে। কিন্তু বর্তমানে রাজ্যের একাধিক ধর্ষণের ঘটনায় সেই দময়ন্তী সেনের ওপর আস্থা রেখেছে আদালত। তার নেতৃত্বে শুরু হয়েছে তদন্ত। আর এই পরিস্থিতিতে এবার কি রাজ্যের অস্বস্তি আরও বাড়তে চলেছে! আর সেই কারণেই কি এবার রাজ্যের পক্ষ থেকে আদালতে করা হলো বড়সড় আবেদন! ইতিমধ্যেই গোটা বিষয়কে কেন্দ্র করে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে।

সূত্রের খবর, এদিন আদালতে একটি আবেদন করে রাজ্য সরকার। যেখানে রাজ্যের পক্ষ থেকে বলা হয়, দময়ন্তী সেনের বদলে এবার অন্য কাউকে এই সমস্ত তদন্তের দায়িত্ব দেওয়া হোক। এক্ষেত্রে দময়ন্তী সেনের কথা উল্লেখ করে তার অনেক চাপ বলে জানিয়ে দেয় রাজ্য সরকার। আর এখানেই তৈরি হয়েছে প্রশ্ন। তাহলে কি রাজ্য দময়ন্তী সেনের তদন্তে ভয় পাচ্ছে! সত্য ঘটনা উদঘাটিত হওয়ার ভয়ে রয়েছে রাজ্য প্রশাসনের! সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!