এখন পড়ছেন
হোম > রাজ্য > হাসপাতালের হাল ফেরাতে চিকিৎসকদের নজিরবিহীন শাস্তির বিধান দিলেন মুখ্যমন্ত্রী

হাসপাতালের হাল ফেরাতে চিকিৎসকদের নজিরবিহীন শাস্তির বিধান দিলেন মুখ্যমন্ত্রী


হাসপাতালের হাল ফেরাতে চিকিৎসকদের নজিরবিহীন শাস্তির বিধান দিলেন মুখ্যমন্ত্রী।জানা গেছে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতাল-সহ অন্যান্য হাসপাতালগুলিতে অনুপস্থিত রয়েছেন। আর সেই কারণেই কর্তব্যের গাফিলতির অভিযোগে ১০ জন চিকিত্সকের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হলো উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতরের তরফ থেকে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

অনেকদিন ধরে অভিযোগ ছিল যে ওই ১০ চিকিৎসক হাসপাতালে অনুপস্থিত ছিলেন নানা কারণ দেখিয়ে তারা কাজে যোগ দেননি। এদিকে শহরের বেসরকারি নার্সিংহোমগুলিতে ও প্রাইভেট প্র‌্যাকটিস করছেন। একাধিক ডাক্তারকে বদলি করা হলেও তাঁরা কাজে যোগ দেননি। আবার অনেকে ইস্তফা দিয়েছেন। এই নিয়ে রায়গঞ্জ জেলা হাসপাতালের সুপার গৌতমকুমার মণ্ডল জানিয়েছেন, যে সমস্ত চিকিত্সক দীর্ঘদিন ধরে হাসপাতালে আসছেন না তাদের বেতন কাটার প্রক্রিয়া শুরু হয়েছে এবং একাধিক চিকিত্সককে শোকজ করা হয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রকাশ কুমার মৃধা জানিয়েছেন, যে সমস্ত চিকিত্সক দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন তাদের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে চিকিৎসক না থাকায় অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। এই ব্যাবস্থা নেওয়ায় ডাক্তারদের সাবধান করবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।তবে এতে ভালো হলো বলেই মত সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!