এখন পড়ছেন
হোম > অন্যান্য > ডঃ মন্তেশ্বরীর জন্মদিন থেকে শুরু করে মালয়ের স্বাধীনতা লাভ – জেনে নিই আজকের দিনে কী কী ঘটেছিল সারা বিশ্ব জুড়ে

ডঃ মন্তেশ্বরীর জন্মদিন থেকে শুরু করে মালয়ের স্বাধীনতা লাভ – জেনে নিই আজকের দিনে কী কী ঘটেছিল সারা বিশ্ব জুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ৩১শে আগস্ট । এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা —

১. ১৮৭০ সালে আজকের দিনে বিখ্যাত শিক্ষক, সমাজকর্মী এবং শিক্ষাবিদ, ডাক্তার মারিয়া মন্টেশ্বরী ইতালিতে জন্মগ্রহণ করেন।

. ১৯১৯ সালে আজকের দিনে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক অমৃতা প্রীতম জন্মগ্রহণ করেন।

. ১৯২৮ সালে আজকের দিনেই পন্ডিত নেহেরুর ভারতের ডোমিনিয়ন স্টেটাসের দাবী প্রকাশিত হয়।

৪. ১৯৬৭ সালে আজকের দিনে বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়কে রমন মাগসেসেয় পুরস্কারে সম্মানিত করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৫. ১৮৯৭ সালে আজকের দিনে টমাস এডিশন আবিস্কৃত “কিনেটোস্কোপ” পেটেন্ট লাভ করে।

. ১৯০৭ সালে আজকের দিনে ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়া মিলে ত্রি শক্তি আঁতাত তৈরি করে।

৭. ১৯৪৫ সালে অস্ট্রেলিয়ায় রবার্ট মেঞ্জিস দ্বারা “দ্যা লিবারাল পার্টি অফ অস্ট্রেলিয়া” প্রতিষ্ঠিত হয়।

 

. ১৯৪৭ সালে আজকের দিনে হাঙ্গেরিতে কমিউনিস্ট পার্টি ইলেকশন জেতে।

. ১৯৫৭ সালে মালয় বৃটিশের হাত থেকে স্বাধীনতা লাভ করে।

১০. ১৯৬০ সালে আজকের দিনে এগ্রিকালচারাল হল অফ ফেম নির্মিত হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!