এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > “দৃষ্টিকটু” সংসদ ভবন উদ্বোধন হতেই মোদীকে কটাক্ষ অধীরের!

“দৃষ্টিকটু” সংসদ ভবন উদ্বোধন হতেই মোদীকে কটাক্ষ অধীরের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রবিবার দেশের নয়া সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রথম থেকেই বিরোধীদের অভিযোগ যে, এই সংসদ ভবন উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি। আর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সেই সংসদ ভবন উদ্বোধন করতেই কটাক্ষ ধেয়ে এলো বিরোধী শিবিরের তরফ থেকে। যেখানে লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ করলেন, এই গোটা ঘটনা অত্যন্ত দৃষ্টিকটু।

প্রসঙ্গত, এদিন এই বিষয়ে অধীর চৌধুরীকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই কংগ্রেস সাংসদ বলেন, “এটা অত্যন্ত দৃষ্টিকটু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতির অধিকার কেড়ে নিয়ে নিজে সংসদ ভবন উদ্বোধন করেছেন। যেখানে রাষ্ট্রপতির এই উদ্বোধন করার কথা ছিল, সেখানে তাকে আমন্ত্রণ পর্যন্ত জানানো হয়নি। একজন আদিবাসী মহিলাকে সামনে রেখে ভোটের রাজনীতি করা যায়। কিন্তু তার অধিকারকে নিশ্চিত করা যায় না।”

বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত অধীর চৌধুরী বুঝিয়ে দিলেন, নয়া সংসদ ভবনের উদ্বোধনে ক্ষুন্ন হয়েছে রাষ্ট্রপতির সম্মান। আর এই ঘটনা যে তাদের কাছে অত্যন্ত দৃষ্টিকটু মনে হয়েছে, তা স্পষ্ট করলেন লোকসভার দলনেতা। স্বভাবতই অধীর চৌধুরীর এই কটাক্ষের পরিপ্রেক্ষিতে বিজেপি যে কিছুটা হলেও অস্বস্তিতে, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!