এখন পড়ছেন
হোম > অন্যান্য > দ্রুত বাড়তে পারে সংক্রমণ,দীর্ঘতর হতে পারে মৃত্যু-মিছিল, সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

দ্রুত বাড়তে পারে সংক্রমণ,দীর্ঘতর হতে পারে মৃত্যু-মিছিল, সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ স্তিমিত হয়ে, বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে করোনার তৃতীয় ঢেউ। ভারতেও যেকোনো সময়ে করোনার তৃতীয় ঢেউ এসে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন সংস্থার প্রধান ট্ৰেডস আধানম গেব্রিয়েসুস। এ বিষয়ে তিনি জানিয়েছেন যে, আগামী দুসপ্তাহের মধ্যেই করোনা সংক্রমণ ব্যাপক হারে বাড়তে পারে। সেই সঙ্গে বাড়বে মৃত্যুর মিছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ট্ৰেডস আধানম গেব্রিয়েসুস জানিয়েছেন যে, গত সপ্তাহে ৪০ লক্ষ সংক্রমনের কথা জানা গেছে সারা বিশ্বে। এভাবে যদি চলতে থাকে তবে আগামী দু সপ্তাহের মধ্যেই এই সংক্রমণ ২০ কোটি ছাড়িয়ে যেতে পারে। সেই সঙ্গে বাড়বে মৃত্যু। তিনি জানিয়েছেন, এর মধ্যেই আফ্রিকায় মৃত্যুহার ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চিনেও আবার বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ। বেজিং সহ চীনের পনেরোটি শহরে বাড়তে শুরু করেছে সংক্রমণ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানালেন, এই মুহূর্তে ডেল্টা স্টেন সংক্রমণ বাড়িয়ে দেবার জন্য দায়ী। বিশ্বের অন্তত ১৩২ টি দেশে ছড়িয়ে পড়েছে ডেল্টা। ডেল্টা স্টেন কেন এত দ্রুত ছড়িয়ে পড়ছে? তার কারণ অনুসন্ধান করতে বিশ্বজুড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও জানালেন যে, করোনার সঙ্গে লড়াই করতে গেলে, যা যা দরকার, তার সমস্ত কিছু মানুষের হাতে আছে। কবে এই অতিমাড়ির শেষ হবে? তা সম্পূর্ণ রয়েছে মানুষের হাতে। মানুষ যখন চাইবেন, তখনই শেষ হবে এই অতিমাড়ির কাল।

করোনা সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় পৃথিবীর বেশ কিছু দেশে আবার লকডাউন ঘোষণা করা হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে লকডাউন ঘোষণা করা হয়েছে। এবার ব্রিসবেনেও ঘোষিত হল লকডাউন। সংক্রমণ যেভাবে বাড়তে শুরু করেছে, তাতে লকডাউন ছাড়া আর কোন উপায় নেই বলেই মনে করছে সেখানকার প্রশাসন। এদিকে, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৬৪৯ জন। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন দেশের মোট ৫৯৩ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ২৯১ জন। দেশে যে কোন সময়ে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!