এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দ্রুত উপ নির্বাচনের দাবিতে বড়োসড়ো পদক্ষেপ তৃণমূলের, টানটান উত্তেজনা রাজনীতি মহলে

দ্রুত উপ নির্বাচনের দাবিতে বড়োসড়ো পদক্ষেপ তৃণমূলের, টানটান উত্তেজনা রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে করোনা সংক্রমণ থাকলেও সমস্ত স্বাস্থ্যবিধি মেনে রাজ্যে উপনির্বাচন করানো সম্ভব কিনা? এ বিষয়ে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি পাঠিয়ে জানতে চেয়েছিল নির্বাচন কমিশন। আগামী ৩০ সে আগস্ট এর মধ্যে সমস্ত দলগুলিকে এ বিষয়ে তাদের মতামত জানাবার নির্দেশ দেওয়া হয়েছে। এবার এবিষয়ে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। আগামী সপ্তাহে তৃণমূলের পক্ষ থেকে কমিশনকে চিঠি দেয়া হবে বলে, জানা যাচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এখন রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটাই সন্তোষজনক রয়েছে। আবার যে সমস্ত কেন্দ্রে উপ নির্বাচন হওয়ার কথা, সেই কেন্দ্রেগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় শুন্যে চলে গেছে। তাই এখন সেখানে উপ নির্বাচন করা অসম্ভব নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পশ্চিমবঙ্গে আগামী নভেম্বর মাসের মধ্যে সাতটি কেন্দ্রে উপনির্বাচন হবার কথা রয়েছে। এই কেন্দ্রগুলো হলো দিনহাটা, জঙ্গিপুর, সামশেরগঞ্জ, শান্তিপুর, খড়দহ, ভবানীপুর, গোসাবা। করোনা পরিস্থিতির বিষয়ে নজর রাখছে রাজ্য। এই কেন্দ্রগুলির করোনা পরিসংখ্যানের রিপোর্ট সংগ্রহ করেছে রাজ্য। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই কেন্দ্রগুলিতে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ভবানীপুর, শান্তিপুরে সংক্রমণ এখন নেই। অন্যান্য কেন্দ্রগুলিতে অল্প মাত্রায় রয়েছে সংক্রমণ। এই অবস্থায় নির্বাচন করা যেতেই পারে বলে, নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট দেয়া হবে।

নভেম্বর মাসের মধ্যেই কেন্দ্রগুলিতে উপ নির্বাচনের দাবি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তবে, কবে উপনির্বাচন হবে? এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এ প্রসঙ্গে রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় জানিয়েছেন যে, যখন শেষ কয়েক দফা নির্বাচন একসঙ্গে করাবার কথা বলা হয়েছিল। সেসময় রাজ্যে করোনা সংক্রমণ ছেয়ে গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও একাধিক দফায় ভোট করানো হয়েছিল। এখন যখন করোনার হার শূন্য। তখন ভোট করবার ক্ষেত্রে কোন বাধা থাকতে পারে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!