এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দু দিনের বঙ্গ সফরে আজ রাজ্যে অমিত শাহ, রাষ্ট্রপতি শাসন থেকে তৃণমূলে ভাঙ্গন – জল্পনা অব্যাহত

দু দিনের বঙ্গ সফরে আজ রাজ্যে অমিত শাহ, রাষ্ট্রপতি শাসন থেকে তৃণমূলে ভাঙ্গন – জল্পনা অব্যাহত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – অবশেষে রাজ্যে আসছেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার এই সফরকে ঘিরে বেশ কিছু জল্পনা তৈরি হতে শুরু করেছে। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে, কিছুদিন আগেই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির ব্যাপারে জল্পনা বাড়িয়ে দিয়েছিলেন অমিত শাহ। তারপর রাজ্যের রাজ্যপাল তার সঙ্গে বৈঠক করেছিলেন। স্বাভাবিক ভাবেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে অমিত শাহের এই সফরে কোনো ইঙ্গিত পাওয়া যাবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

এছাড়াও সাম্প্রতিককালে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তৃণমূলে ব্যাপক ভাঙ্গন ধরবে। স্বভাবতই অমিত শাহ বঙ্গ সফরে এলে তার হাত ধরে তৃণমূলের বড়সড় কোন নেতা বিজেপিতে যোগদান করেন কিনা, সেদিকে অবশ্যই নজর থাকবে রাজনৈতিক মহলের। আর এই সমস্ত কিছু সম্ভাবনা নিয়ে অমিত শাহের সফরের আগে রীতিমত ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে।

জানা গেছে, বুধবার রাতে দিল্লি থেকে কলকাতায় এসে নিউটাউনের একটি অভিজাত হোটেলে থাকবেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার বাঁকুড়ার রবীন্দ্রভবনের সরকারি এবং সাংগঠনিক কাজের ফাঁকে একটি আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ করার কথা রয়েছে তার। স্বভাবতই সামনে বিধানসভা নির্বাচনের আগে অমিত শাহের এই সফর যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। তবে এই সফরে তিনি দলের নেতাকর্মীদের কি কি বার্তা দেন, তার দিকে অবশ্যই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, অমিত শাহ এই সফরের মধ্য দিয়ে একদিকে যেমন বাংলার জনতার মন বুঝতে চাইছেন, ঠিক তেমনই আদিবাসী পরিবারের আহার করে আদিবাসী সম্প্রদায়ের ভোটব্যাঙ্ক নিজেদের দিকে টানবার চেষ্টা করছেন। বস্তুত, বেশ কিছুদিন ধরে তৃণমূলের এক হেভিওয়েট মন্ত্রী সহ বেশ কিছু বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়তে শুরু করেছিল। বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এলে তার হাত ধরে তৃণমূলের অনেক হেভিওয়েট বিজেপিতে নাম লেখাবেন বলে দাবি করতে শুরু করেছিলেন বিজেপির ঘনিষ্ঠ মহলের একাংশ।

স্বভাবতই এমত পরিস্থিতিতে বড় রকমের কোন দল বদল হয় কিনা, তার দিকে মুখিয়ে রয়েছে রাজনৈতিক মহল। পর্যবেক্ষকরা বলছেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব উপলব্ধি করেছে, বাংলার বিধানসভা নির্বাচনে শুধুমাত্র বাংলার নেতাদের দিয়েই বৈতরণী পার করা সম্ভব হবে না। তাই এখন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় চাণক্য অমিত শাহ বারবার বঙ্গ সফরের কথা বলতে শুরু করেছেন। আর এবার সরাসরি বাংলায় এসে দলের নেতাকর্মীদের চাঙ্গা করার চেষ্টা করার উদ্যোগ নিলেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে অমিত শাহের এই সফরে কোনো চমক থাকে কিনা, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!