এখন পড়ছেন
হোম > জাতীয় > দু হাজারের নোট বাতিল, কালো টাকা নিয়ে বড় প্রশ্ন অভিষেকের!

দু হাজারের নোট বাতিল, কালো টাকা নিয়ে বড় প্রশ্ন অভিষেকের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্টএকসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোটবন্দির ঘোষণা করতেই তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল বিরোধীরা। এখনও মাঝেমধ্যেই বিরোধীদের পক্ষ থেকে সেই প্রশ্ন তোলা হয়। কালো টাকা আদৌ দেশে ফিরে এসেছে কি, তা নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর এই পরিস্থিতিতে সম্প্রতি আরবিআইয়ের পক্ষ থেকে আগামী 30 সেপ্টেম্বর থেকে দেশে দুই হাজারের নোট বাতিল করা হচ্ছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে সেই নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা হতেই এবার সিবিআই দফতর থেকে বেরিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, শনিবার সিবিআইয়ের মুখোমুখি হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ ধরে তাকে জেরা করা হয়। আর তারপর রাত্রি নটা নাগাদ বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। যেখানে আরবিআইয়ের পক্ষ থেকে ঘোষণা করা দুই হাজার টাকার নোট বাতিল নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন এই তৃণমূল নেতা। এদিন এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “এর আগেও তো নোট বাতিল করা হয়েছিল। কিন্তু কালো টাকা কি আদৌ ফিরে এসেছে! এর আগে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন। আর এবার রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ রিজার্ভ ব্যাংকের ঘাড়ে বন্দুক রাখা হয়েছে।”

বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রের ক্ষমতায় আসার আগে বিজেপি দাবি করেছিল, তারা ক্ষমতায় এলে কালো টাকা ফিরিয়ে আনা হবে। তারপর ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ করেই 500 এবং 1000 টাকার নোট বাতিল করে নোটবন্দি করেছিলেন। যে ঘটনা নিয়ে ব্যাপক জলঘোলা হয়। ক্রমাগত প্রশ্ন তোলে বিরোধীরা। তবে সেই নোট বাতিলের পর সম্প্রতি আবার রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে দু হাজার টাকার নোট বাতিলের ঘোষণা হতেই কালো টাকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!