এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “দু হাতে টাকা তুলছেন পুলিশ সুপার” ভয়ংকর অভিযোগ শুভেন্দুর, চাপে প্রশাসন!

“দু হাতে টাকা তুলছেন পুলিশ সুপার” ভয়ংকর অভিযোগ শুভেন্দুর, চাপে প্রশাসন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এগরাতে ভয়াবহ বিস্ফোরণের পরেই আজ সেই ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে সেখানে যাওয়ার আগে মেদিনীপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। তিনি জানিয়ে দিলেন যে, এই পুলিশ সুপার অমরনাথের একটাই কাজ, অনলাইন এবং কম্পিউটার লটারির মধ্যে দিয়ে প্রচুর টাকা তোলা। পাশাপাশি তার ঘনিষ্ঠ আত্মীয়দের ডেকে জেরা করা এবং তাদের গ্রেফতার করাই এখন এই জেলার পুলিশ সুপারের কাজ হয়ে গিয়েছে বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। অর্থাৎ এগরার বোমা বিস্ফোরণের পর যে প্রশাসনের সক্রিয়তার অভাব নিয়ে প্রশ্ন তুলছেন একাংশ, এবার সেই প্রশাসনের জেলার শীর্ষকর্তার বিরুদ্ধে বিরোধী দলনেতার ভয়ংকর অভিযোগ শোরগোল ফেলে দিল রাজ্য রাজনীতিতে।

প্রসঙ্গত, আজ বুধবার এগরায় ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। যেখানে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন এই প্রসঙ্গে শুভেন্দুবাবু বলেন, “এই জেলার এসপি অমরনাথ দুই হাতে কারি কারি টাকা তুলছেন। তার একটাই কাজ এই দুই বছরে আমার পরিবারের বিভিন্ন সদস্যদের ডেকে জেরা করা এবং তাদের গ্রেপ্তার করা। বিভিন্নভাবে আমার পরিবারের সদস্যদের হেনস্থা করা হয়েছে।”

বিশেষজ্ঞদের মতে, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেন। বিভিন্ন সভাতে তিনি এটাও বলেছেন যে, এই পুলিশের নাম মমতা পুলিশ। তাই বর্তমান সময়ে তার এই অভিযোগ নতুন কিছু নয়। তবে বেআইনি বাজি কারখানার বিস্ফোরণ নিয়ে যখন পুলিশি ভূমিকার দিকে প্রশ্ন তুলছেন অনেকে, তখন শুভেন্দু অধিকারীর এই অভিযোগ তাতে ঘৃতাহুতি দিল বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!