এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুয়ারে রেশন প্রকল্পে এবার বড়োসড়ো জয় রাজ্যের, দ্রুত হতে চলেছে এর গোড়াপত্তন

দুয়ারে রেশন প্রকল্পে এবার বড়োসড়ো জয় রাজ্যের, দ্রুত হতে চলেছে এর গোড়াপত্তন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দুয়ারে রেশন প্রকল্পে এবার বড়োসড়ো জয় পেল রাজ্য সরকার। এই প্রকল্পে স্থগিতাদেশ জারি করার আর্জি জানানো হয়েছিল একাধিক রেশন ডিলারের পক্ষ থেকে। তবে আদালত তা মেনে নেয়নি। প্রকল্পের উপর স্থগিতাদেশ না থাকায় নির্বিঘ্নে এই প্রকল্প চালু হলো রাজ্যের বিভিন্ন স্থানে। যা রাজ্যর একটি বড়সড় জয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিধানসভা নির্বাচনে ইশতেহারে দুয়ারে রেশন প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে রেশন সামগ্রী গ্রাহকদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। তবে দুয়ারে রেশন প্রকল্পের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বেশকিছু রেশন ডিলার। এই প্রকল্পের ওপর স্থগিতাদেশের দাবি করেছিলেন তাঁরা। তবে, হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা তাদের আবেদন গ্রাহ্য করেননি। ফলে এই প্রকল্প চালু হওয়ার ক্ষেত্রে আর কোন বাধা নেই রাজ্যের।

খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এ প্রসঙ্গে জানিয়েছেন যে, দুয়ারে রেশন প্রকল্প চালু হওয়ার আগে তারা সমস্ত রেশন ডিলারকে ডেকে এ সম্পর্কে বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু এর পরও বেশকিছু রেশন ডিলার আদালতের দ্বারস্থ হয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ভালোর জন্যই এ কাজ করেছেন। এই মামলায় রাজ্য সরকারের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, গ্রাহকদের সুবিধার জন্যই রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্প চালু করা হয়েছে। কোন তৃতীয় পক্ষ এই প্রকল্প বন্ধ করে দিতে পারে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!