এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুয়ারে রেশনে মুখ্যমন্ত্রীর কর্মী নিয়োগের ঘোষণার পরই প্রবল বিরোধিতার নামলেন রেশন ডিলারেরা

দুয়ারে রেশনে মুখ্যমন্ত্রীর কর্মী নিয়োগের ঘোষণার পরই প্রবল বিরোধিতার নামলেন রেশন ডিলারেরা


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল দুয়ারে রেশনের উদ্বোধনের প্রকল্পের অনুষ্ঠানে একাধিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার অন্যতম হলো বাড়িতে রেশন পৌঁছে দেয়ার জন্য দুজন করে কর্মী নিয়োগ করতে পারবেন রেশন ডিলারেরা। তিনি জানিয়েছেন এর ফলে রাজ্যে ৪২০০০ কর্মসংস্থান ঘটতে চলেছে। এই কর্মীদের বেতন হবে ১০ হাজার টাকা। এই টাকার অর্ধেক দেবে রাজ্য সরকার, বাকি অর্ধেক দেবে রেশন ডিলারেরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে, মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই বেঁকে বসেছেন বেশকিছু রেশন ডিলার। অনেকে অভিযোগ করেছেন, এমনিতেই রেশন দোকানে অনেক কর্মী রয়েছেন। তাই নতুন কর্মী নিয়োগ করার প্রয়োজন হবে না। তবে যেখানে কর্মীর প্রয়োজন হবে, সেখানে স্থানীয় তৃণমূল নেতারা নিজেদের লোককে ঢুকিয়ে দেবার চেষ্টা করবেন। যা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। তাদের কাছেই অনেক ছেলে রয়েছে। দরকার হলে তাদেরকেই নেয়া হবে।

জনৈক রেশন ডিলার এ প্রসঙ্গে জানালেন যে, সরকারের পক্ষ থেকে যেহেতু মাসে ১০ হাজার টাকা করে দেয়া হচ্ছে, সে ক্ষেত্রে অনেক জায়গায় প্রয়োজন না হলেও লোক নেওয়ার জন্য চাপ দেয়া হতে পারে। তবে শুধু সরকারই টাকা দিচ্ছে না, রেশন ডিলারদেরও ১০ হাজার টাকা দিতে হবে। তাই এই ঘোষণা ভালো হলেও বেশ কিছু ডিলারদের উপরে চাপ বাড়তে পারে। এভাবে দুয়ারে রেশন প্রকল্পে মুখ্যমন্ত্রীর নিয়োগের ঘোষণার পরেই তা নিয়ে বিরোধ ও সংশয় প্রকাশ করেছেন একাধিক রেশন ডিলার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!