এখন পড়ছেন
হোম > Uncategorized > দুয়ারে সরকার প্রকল্প নিয়ে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

দুয়ারে সরকার প্রকল্প নিয়ে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে দুয়ারে সরকার প্রকল্প প্রথম চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্প যথেষ্ট সাড়া ফেলেছিল। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে, নির্বাচনে জয়লাভ করলে আবার দুয়ার সরকার প্রকল্প চালু করা হবে। এরপর গত ১৬ ই আগস্ট থেকে দুয়ারে সরকার প্রকল্প চালু হয়েছে রাজ্যে। আগামী ১৫ ই সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার প্রকল্প চালু থাকবে বলে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ দুয়ারে সরকার প্রকল্প সম্পর্কে বেশকিছু বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ এ বিষয়ে একটি টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি জানিয়েছেন যে, গত ১৬ ই আগস্ট থেকে শুরু করে এখনো পর্যন্ত তিন কোটিরও বেশি মানুষ দুয়ারে সরকার প্রকল্পের শিবিরে এসেছেন, যাতে তিনি অত্যন্ত আনন্দিত। সরকারের এই উদ্যোগটিকে সফল করার জন্য রাজ্য সরকারের সমস্ত কর্মীও আধিকারিকদের তিনি শুভেচ্ছা জানালেন। রাজ্যবাসীকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে সুযোগ-সুবিধা নেবার জন্য।

প্রসঙ্গত, দুয়ারে সরকার শিবিরে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র প্রদান, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, জয় জহর, ১০০ দিনের কাজ সহ মোট দশটি প্রকল্পের পরিষেবা পাওয়া যায়। আবার দুয়ারে সরকার থেকে রেশন কার্ড ও আধার কার্ডের সংযোগ করার কাজ শুরু হয়েছে। আবার লক্ষীর ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত করার কাজও দুয়ারে সরকার ক্যাম্প থেকে শুরু হয়েছে। রাজ্যের জেলায় জেলায় দুয়ারে সরকার ক্যাম্প চালু করা হয়েছে। যেখানে সাধারন মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!