এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুয়ারে সরকারের আদলে এবার পুর পরিষেবাও পাওয়া যাবে দুয়ারে, বড়সড় পদক্ষেপ রাজ্যের

দুয়ারে সরকারের আদলে এবার পুর পরিষেবাও পাওয়া যাবে দুয়ারে, বড়সড় পদক্ষেপ রাজ্যের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগে দুয়ারে সরকার প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্প যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল, তাই ভোটের পর আবার দুয়ারে সরকার কর্মসূচি গ্রহণ করা হয়। এরপর এসেছে দুয়ারে রেশন। আর এবার পশ্চিম মেদিনীপুরে চালু হতে চলেছে দুয়ারে পুরসভা। চলতি মাস থেকেই শুরু হতে চলেছে এই পরিষেবা।

জানা যাচ্ছে, আগামী ২৬ সে নভেম্বর থেকে পশ্চিম মেদিনীপুরে দুয়ারে পুরসভা চালু হতে চলেছে। যেখানে মাসে একদিন করে পুর আধিকারিকেরা যাবেন বিভিন্ন ওয়ার্ডে। মানুষের সমস্যার কথা শোনা হবে। ওয়ার্ডের বাসিন্দাদের কাছে গিয়ে, তাঁদের সমস্যার কথা শুনে, সেখানেই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তৃণমূল নেতা ও মেদিনীপুরের পুর প্রশাসক সৌমেন খান জানিয়েছেন যে, সমস্ত ওয়ার্ডে একদিন করে পুরসভার প্রতিনিধিদল যাবে। পুরসভার আধিকারিকেরাও এই প্রতিনিধি দলে থাকবেন। সমস্ত ওয়ার্ডে যাবে প্রতিনিধিদল। এলাকার মানুষের কাছে গিয়ে সমস্যার কথা জানবেন তাঁরা। সমস্যা জানার পর, সেখানে তার সমাধানের চেষ্টা করবেন তাঁরা।

এভাবে পুরভোটের আগেই একটা বড়সড় চমক আনতে চলেছে মেদিনীপুর পুরসভা। তবে, শাসকদল তৃণমূলের এই পরিকল্পনাকে প্রবল কটাক্ষ করেছে বিরোধী শিবির। এ প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি সমীর রায় জানালেন যে, সঠিক সময়ে পুরভোট না করে মানুষকে বোকা বানাতে এই ধরনের কাজ করছে ঘাসফুল শিবির। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর বিজেপি জেলা সভাপতি সোমেন তিওয়ারি জানালেন, এই সমস্ত কিছু হলো লোক দেখানো, ভোট না করে নাটক করছে তৃণমূল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!