এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দুদিন বাদেই মমতার দূর্গা- অভিযান শুরু! প্রথম উদ্বোধনের সৌভাগ্য এবার কোন হেভিওয়েট মন্ত্রীর?

দুদিন বাদেই মমতার দূর্গা- অভিযান শুরু! প্রথম উদ্বোধনের সৌভাগ্য এবার কোন হেভিওয়েট মন্ত্রীর?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহের কারণে সঠিকভাবে এবার দুর্গাপুজো না হলেও, শারদ উৎসবে ভাসবে বাঙালি। মাস্ক, স্যানিটাইজার নিয়েই প্রতিবাদ করতে হবে সকলকে। তবে পুজোর উদ্বোধনের প্রক্রিয়া যেভাবে অনেকদিন আগে থেকেই শুরু হয়ে যেত, এবারও তার কোন ব্যতিক্রম হচ্ছে না। সোমবার থেকে কার্যত পুজো উদ্বোধন শুরু করে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো উদ্বোধনের প্রথম দিন সকলের নজর থাকে, তিনি কোন পুজো মণ্ডপ দিয়ে তার উদ্বোধনের কর্মসূচি শুরু করছেন। বিশেষত হেভিওয়েট তৃণমূল নেতাদের অনেক রয়েছে। তাই প্রথমদিনকার পুজো উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে কোন তৃণমূল নেতা বা হেভিওয়েট মন্ত্রীর পুজো উদ্বোধন হচ্ছে, তার দিকে নজর থাকে সকলেরই।

অনেকে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যার পুজো উদ্বোধন করছেন, সেই ক্লাবের উদ্যোক্তা তার সুনজরে রয়েছেন। সূত্রের খবর, সোমবার বিকেলে দলীয় মুখপাত্র “জাগো বাংলার” উৎসব সংখ্যা প্রকাশিত করেই রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলা অগ্রনীর পুজো মণ্ডপের উদ্বোধনে চলে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই এতদিনকার মিথ ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় এবার সুজিত বসুর পুজো প্রথমে উদ্বোধন না করে যেভাবে ফিরহাদ হাকিমের পুজো উদ্বোধন করতে যাচ্ছেন, তা নিয়ে নানা মহলে জল্পনা তৈরি হয়েছে। অনেকে এর পেছনে রাজনৈতিক কারণ খুঁজতে উদগ্রীব হয়ে রয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রত্যেকবার মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পুজো উদ্বোধন শুরু করেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী সুজিত বসুর ক্লাবের পুজো উদ্বোধনকে দিয়ে। কিন্তু এবার সেখানে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। জাগো বাংলার সংখ্যা প্রকাশিত করে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণীর পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তার এবছরের শারদ উৎসবের পুজো উদ্বোধন শুরু হচ্ছে যে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিমের ক্লাবের উদ্বোধনকে দিয়েই, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এখানেই একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে রয়েছে ফিরহাদ হাকিম। কিন্তু এবার পুজো উদ্বোধনে সেই ফিরহাদ হাকিমের ক্লাবকে দিয়েই তার কর্মসূচি শুরু করায় মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই ফিরহাদ হাকিমকে আরও বেশি গুরুত্ব দিয়ে দিলেন! একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগেগ কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে যে, ফিরহাদ হাকিম আগামী দিনে আরও বিশ্বস্ত হতে চলেছেন তৃণমূল নেত্রীর! আর তাই দুর্গা অভিযানে প্রথম উদ্বোধন কর্মসূচি ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণী ক্লাবকে দিয়েই শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বলা বাহুল্য, তৃণমূলের নেতা ও দাপুটে মন্ত্রীদের মধ্যে এই পুজো নিয়ে ব্যাপক প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। অরূপ বিশ্বাসের সঙ্গে ফিরহাদ হাকিমের প্রতিযোগিতা দেখা যায় চোখে পড়ার মত‌। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতাদের পুজো বেশ জমজমাট । আর এই সমস্ত পুজো উদ্বোধন  করতে   হয়   মুখ্যমন্ত্রী    মমতা  বন্দ্যোপাধ্যায়কেই। তবে তিনি আগে কার পুজো উদ্বোধন করবেন, তা নিয়ে রীতিমতো তৃণমূলের নেতা মন্ত্রীদের মধ্যে শুরু হয়ে যায় প্রতিযোগিতা।

তবে প্রতিবারই রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর ক্লাবকে দিয়ে পুজো উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার সেখানে আমূল পরিবর্তন এনে ফিরহাদ হাকিমের চেতলা অগ্রনী দিয়ে নিজের দুর্গাপুজো উদ্বোধন কর্মসূচি শুরু করতে চাইছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

আর তা দেখেই তৃণমূলের একাংশ বলছেন, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দুর্গাপুজোর উদ্বোধনের ফিরহাদ হাকিমকে বেশি গুরুত্ব দিলেন, সেহেতু তার গুডবুকে আগামী দিনে ফিরহাদ হাকিম পৌঁছে যাবেন এবং তিনি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত বিশ্বাসযোগ্য সৈনিক হিসেবে উঠে আসবেন বলে দাবি বিশেষজ্ঞদের। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপূজা অভিযানের এই কর্মসূচির সঙ্গে বাস্তবের রাজনৈতিক কর্মসূচির কতটা মিল খায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!