এখন পড়ছেন
হোম > জাতীয় > দুদিনের লাগামের পর আবার তীব্র দৈনিক করোনা সংক্রমণ ও ভয়াবহ মৃত্যুর হার

দুদিনের লাগামের পর আবার তীব্র দৈনিক করোনা সংক্রমণ ও ভয়াবহ মৃত্যুর হার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত দু’দিন ধরে দেশের দৈনিক করোনা সংক্রমণে কিছুটা লাগাম পড়ানো গিয়েছিল। গত শনিবার দেশের দৈনিক করোনা সংক্রমণ ৪ লক্ষের গন্ডি অতিক্রম করেছিল। তারপর, গত দুদিন কিছুটা নিম্নমুখী ছিল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গতকাল যা ছিল তিন লক্ষ ৫৭ হাজারের কিছুটা বেশি। কিন্তু, গত ২৪ ঘন্টায় আবার তীব্র হলো দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৮২ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হলেন। আবার গত ২৪ ঘন্টায় ৩৭০০ জনেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে, এ যাবৎকালে যা সর্বোচ্চ।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ঘটেছে দেশের মোট ৩৭৮০ জন মানুষের। এখনো পর্যন্ত যা সর্বোচ্চ। গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৩ লক্ষ ৩৮ হাজার ৪৩৯ জন। এখনো পর্যন্ত দেশে করোনার ভ্যাকসিন পেলেন দেশের মোট ১৬ কোটি ০৪ লক্ষ ৯৪ হাজার ১৮৮ জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৮৮০ জন। তবে এই রাজ্যে করোনা আক্রান্তকে ছাপিয়ে গিয়েছে দৈনিক করোনা মুক্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় এই রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ৬৫ হাজার ৯৩৪ জন। গতকালও মহারাষ্ট্রের ক্ষেত্রে এমন ঘটনাই ঘটেছিল। এই ঘটনা যথেষ্ট আশাব্যঞ্জক বিশেষজ্ঞদের কাছে। গত ২৪ ঘন্টায় কেরালায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ১৯০ জন।

কর্নাটকে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৬,৬৩১ জন। উত্তরপ্রদেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৭৭০ জন। গত ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ১৯,৯৫৩ জন। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭,৬৩৯ জন। গত ২৪ ঘণ্টায় ১০৭ জনের মৃত্যু ঘটেছে পশ্চিমবঙ্গে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!