এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দুই দফা নির্বাচন শেষে কত আসন পাবে বিজেপি! জানিয়ে দিলেন দিলীপ ঘোষ

দুই দফা নির্বাচন শেষে কত আসন পাবে বিজেপি! জানিয়ে দিলেন দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সকলের নজর রয়েছে বাংলার বিধানসভা নির্বাচনের দিকে। একদিকে তৃণমূল কংগ্রেস যেমন তৃতীয়বার রাজ্যের ক্ষমতা দখল করতে মরিয়া, ঠিক তেমনই তৃণমূলকে সরিয়ে এবার রাজ্যে পরিবর্তন আনতে তৎপর ভারতীয় জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে প্রথম দফার পর বৃহস্পতিবার দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাংলায়। বাকি রয়েছে আরও ছয় দফার নির্বাচন।

আর এই পরিস্থিতিতে একদিকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সকলের নিজের নিজের মত করে দুই দফার নির্বাচনে তারা অত্যন্ত ভালো ফল করবে বলে দাবি করছেন। তবে প্রতিপক্ষ শিবিরের শীর্ষস্তরের নেতা-নেত্রীরা নিজেদের মত করে যখন এই দাবি করছেন, তখন রাজ্যে প্রথম দুই দফার নির্বাচন নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে দুই দফার নির্বাচনে 50 টির বেশি আসন বিজেপির পক্ষে গিয়েছে বলে দাবি করতে দেখা গেল তাকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ শুক্রবার প্রাতঃভ্রমণে বের হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি দুই দফার নির্বাচনে কেমন ফল করবে, তার ব্যাপারে জানিয়ে দেন তিনি। দিলীপ ঘোষ বলেন, “এখনও পর্যন্ত দুটি দফার নির্বাচন হয়েছে। সেখানে বিজেপি হাফ সেঞ্চুরি করে নিয়েছে।” প্রসঙ্গত উল্লেখ্য, দুই দফার নির্বাচনে মোট 60 টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন হয়েছে। আর তার মধ্যে হাফ সেঞ্চুরি অর্থাৎ 50 টি আসন বিজেপি দখল করছে বলে যে দাবি করলেন দিলীপ ঘোষ, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, নন্দীগ্রামের বিধানসভা নির্বাচনের দিন রাজ্যে প্রচারে এসে পরিবর্তন হচ্ছে বলে দাবি করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বিজেপির শীর্ষস্তরের কেন্দ্রীয় নেতা নেত্রীরা রাজ্যে ক্ষমতা দখলের ব্যাপারে নিজেদের বক্তব্যের মধ্য দিয়ে আত্মপ্রত্যয়ের বার্তা দিলেও, বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কি অভিমত, তার দিকে নজর ছিল সকলের।

অবশেষে দ্বিতীয় দফার নির্বাচন শেষে নিজের মতামত জানিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি। যেখানে হাফ সেঞ্চুরির কথা বলে 50 টি আসন যে বিজেপি দখল করছে, সেই ব্যাপারে নিজের নিশ্চিত অভিমত প্রকাশ করলেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!