“দুই একজন চুরি করেছে” অকপটে স্বীকার মমতার মন্ত্রীর! অস্বস্তিতে তৃণমূল! তৃণমূল রাজনীতি রাজ্য May 22, 2022 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এসএসসি থেকে শুরু করে গরু পাচার, একাধিক ঘটনায় কার্যত অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। দুর্নীতি থেকে শুরু করে চুরির মত অভিযোগ শাসকদলের অনেক নেতার বিরুদ্ধে তুলতে শুরু করেছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে একাধিক হেভিওয়েটকে জেরা করতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যার ফলে কার্যত অকপটে দুই একজন যে চুরি করেছে, সেই কথা স্বীকার করে নিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। সূত্রের খবর, এদিন বীরভূমের ইলামবাজারে একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। আর সেখানেই কার্যত বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এদিন তিনি বলেন, “বিজেপি তো সব থেকে বড় চোর। ওরা আবার কি করে বড় বড় কথা বলে! আমাদের দু একজন নেতা চুরি করছে। মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে স্টেপ নিচ্ছেন। গ্রেপ্তার হচ্ছে। আমাদের কিছু নেতার পদস্খলন হয়েছে।” একাংশের মতে, চন্দ্রনাথ সিনহার এই মন্তব্য যথেষ্ট চাপের মুখে ফেলে দিল তৃণমূল কংগ্রেসকে। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে পরেশ অধিকারী, এমনকি চন্দ্রনাথ সিনহা যে জেলা থেকে বিধায়ক, সেই জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল কিছুদিন আগেই সিবিআইয়ের জেরার মুখে পড়েছিলেন। ভবিষ্যতে তাকে আবার জেরার জন্য ডাকা হতে পারে। আর এই পরিস্থিতিতে সেই চন্দ্রনাথ সিনহা “দুই একজন নেতার চুরি করেছে” বলে যে মন্তব্য করলেন, তা তৃণমূলের গলার কাঁটা হয়ে দাঁড়ালো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -