এখন পড়ছেন
হোম > জাতীয় > দুইয়ের অধিক সন্তান থাকলে আর লড়া যাবে না নির্বাচনে? কড়া বিল আনছেন মুখ্যমন্ত্রী? জেনে নিন

দুইয়ের অধিক সন্তান থাকলে আর লড়া যাবে না নির্বাচনে? কড়া বিল আনছেন মুখ্যমন্ত্রী? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলতি ২০২০ সালের ডিসেম্বর মাসে উত্তরপ্রদেশ রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সম্প্রতি রাজ্যে ও দেশে করোনা সংক্রমনের ভয়াবহতার কারণে নির্ধারিত সময়ে উত্তরপ্রদেশের নির্বাচন করা সম্ভব হচ্ছে না। নির্বাচন পিছিয়ে দেয়া হয়েছে। আগামী ২০২১ সালের এপ্রিল মাসে উত্তরপ্রদেশে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সম্ভাবনা আছে। আর এই পঞ্চায়েত নির্বাচনে বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছেন উত্তরপ্রদেশের ক্ষমতাসীন যোগী সরকার।

প্রসঙ্গত, দেশের একটি বিরাট সমস্যা হলো জনসংখ্যা বৃদ্ধির সমস্যা। দেশের জনসংখ্যা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে দেশজুড়ে সকল ভারতবাসীর জন্য দুই সন্তান নীতি চালু করার প্রস্তাব এসেছে বিভিন্ন মহল। দুইয়ের বেশি সন্তান না গ্রহণের জন্য দেশবাসীদের সচতন করছে বিভিন্ন মহল। এই প্রসঙ্গে উত্তরপ্রদেশ সরকার নিতে চলেছে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছেন দুইয়ের অধিক সন্তান থাকলে আগামী পঞ্চায়েত নির্বাচনে লড়াই করা যাবে না।

উত্তর প্রদেশ এর ক্ষমতাসীন যোগী সরকার পঞ্চায়েত আইন সংশোধন করে এই ধরনের একটি বিরাট সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছে। যেখানে স্পষ্ট বলা হয়েছে, উত্তরপ্রদেশের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হতে গেলে তিনি কিছুতেই দুইয়ের বেশি সন্তানের অধিকারী হতে পারবেন না। দুই এর বেশি সন্তানের অধিকারীদের কখনোই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত এই আইনের পক্ষে রয়েছেন উত্তরপ্রদেশের পঞ্চায়েত মন্ত্রী নিজেই। তিনি ছাড়াও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সঞ্জীব বালিয়ান সহ বেশকিছু গুরুত্বপূর্ণ রাজ্যের বিজেপি নেতা- মন্ত্রী সম্প্রতি সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কে একটি বিশেষ পত্র দিয়ে এই নীতি চালু করার প্রস্তাব দিয়েছেন।

রাজ্যের সরকারি সূত্র থেকে জানা যাচ্ছে, শুধু যে জনসংখ্যার ব্যাপারে যে বিশেষ সিদ্ধান্ত নিতে চলেছেন সরকার, তাই নয়। এই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতাও বেঁধে দেয়া হচ্ছে সরকারের তরফ থেকে। প্রসঙ্গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মহিলা ও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ন্যূনতম অষ্টম শ্রেণী উত্তীর্ণ হবে।

অন্যদিকে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থীদের নূন্যতম দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এই বিষয়গুলোতে পঞ্চায়েত আইন সংশোধনের জন্য এরমধ্যেই উত্তরপ্রদেশের প্রস্তাব আনা হচ্ছে । এ বিষয়ে ক্যাবিনেট প্রস্তাবও এরমধ্যেই আনতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। তবে সব কিছুতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!