এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > দুই হেভিওয়েটকে কড়া চ্যালেঞ্জ জানিয়ে নন্দীগ্রামে এবার নামতে চলেছে তৃতীয় শক্তি বাম-কংগ্রেস-আইএফএস , উত্তেজনা চরমে

দুই হেভিওয়েটকে কড়া চ্যালেঞ্জ জানিয়ে নন্দীগ্রামে এবার নামতে চলেছে তৃতীয় শক্তি বাম-কংগ্রেস-আইএফএস , উত্তেজনা চরমে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনে প্রবল উত্তেজনার এপিসেন্টার হয়ে দাঁড়িয়েছে নন্দীগ্রাম। নন্দীগ্রামে এবার মুখোমুখি লড়াইয়ে নামতে চলেছেন একসময়ের দুই রাজনৈতিক সঙ্গী, যারা বর্তমানে বিরোধী নেতা নেত্রী। কথা হচ্ছে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে। 

কিন্তু নন্দীগ্রাম লড়াইতে এবার নামতে চলেছে তৃতীয় পক্ষ অর্থাৎ বাম-কংগ্রেস আইএফএসকে সংযুক্ত মোর্চা। সেক্ষেত্রে এখন প্রবল আলোচনা চলছে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে নন্দীগ্রামের প্রার্থী কে হতে চলেছেন তাই নিয়ে। মূলত দুজন নেতার নাম উঠে আসছে। নন্দীগ্রামের সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে একজন হলেন পরিতোষ পন্ডা এবং অন্যজন মহাদেব ভূঁইয়া- দুজনেই বাম নেতা।

তবে এই দুজনের মধ্যে কে নন্দীগ্রাম লড়াইতে অপর দুই হেভিওয়েটকে টক্কর দেবেন তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আজ আলিমুদ্দিন। প্রসঙ্গত, নন্দীগ্রামে এবার প্রথম একদিকে তৃণমূল সুপ্রিমো অন্যদিকে বিজেপি হেভিওয়েট নেতা- আর তাই এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজনৈতিক পরিমণ্ডলে। যথারীতি বাম-কংগ্রেস শিবির নন্দীগ্রামকে যে বিশেষ গুরুত্ব দিচ্ছে তা অনস্বীকার্য।

প্রথমে অবশ্য আইএফএসকে কে নন্দীগ্রামের আসন ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়। কিন্তু পরে বামেরা সেই সিদ্ধান্ত ফিরিয়ে নেয়। জানা গিয়েছে, নন্দীগ্রামের বামেরাই প্রার্থী দিতে চলেছে। পাশাপাশি সূত্রের খবর, আজ বামেদের থেকে নন্দীগ্রামের প্রার্থী এবং বাকি থাকা আসনের প্রার্থী ঘোষণা হবে।

নন্দীগ্রামের আসনে লড়াইয়ে নামার জন্য উঠে আসছে দুই নেতার নাম- পরিতোষ পান্ডা এবং মহাদেব ভুঁইয়া, দুজনেই অবশ্য নন্দীগ্রামের ভূমিপুত্র। শোনা যাচ্ছে, ডিওয়াইএফআই এর সাধারণ সম্পাদক পরিতোষ পান্ডা বেশ কিছুটা এগিয়ে রয়েছেন। আবার মহাদেব ভূঁইয়াকেও পুরোপুরি উপেক্ষা করা যাচ্ছেনা। কারণ নন্দীগ্রামের পার্টি অফিস খোলায় বড় ভূমিকা ছিল এই মহাদেব ভুঁইয়ার। অন্যদিকে জানা গেছে, আজকে নন্দীগ্রামের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মনোনয়ন জমা করতে চলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হলদিয়ায় রোড শো করে প্রশাসনিক ভবনে গিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গিয়েছে। গতকালই তিনি নন্দীগ্রামে পৌঁছেছেন। ইতিমধ্যে তাঁর থাকার বন্দোবস্তও হয়েছে নন্দীগ্রামে। আবার নন্দীগ্রামে এবার বিজেপি কার্যালয় খোলার তোড়জোড় শুরু হয়েছে। জানা গিয়েছে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করবেন। পাশাপাশি আগামী 12 ই মার্চ নন্দীগ্রামের মনোনয়নপত্র জমা দিতে চলেছেন শুভেন্দু অধিকারী।

সেদিন শুভেন্দু অধিকারী রোড শো করে মনোনয়নপত্র জমা দেবেন এবং শোনা যাচ্ছে, তাঁর সাথে সেদিন গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতাদের সঙ্গে টালিগঞ্জের মহাগুরু মিঠুন চক্রবর্তীও থাকতে পারেন। এই মুহূর্তে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দলের কাছে নন্দীগ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা হয়ে উঠেছে। পাশাপাশি নন্দীগ্রাম তৃণমূল আর বিজেপির কাছে অন্যতম চ্যালেঞ্জও বটে। তবে এবার দেখার তৃণমূল এবং বিজেপির সঙ্গে কড়া টক্কর দিতে বামেদের তরফ থেকে কোন লড়াকু নেতাকে ময়দানে নামানো হয়।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!