এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুই হেভিওয়েট শীর্ষনেতার প্রকাশ্য লড়াইয়ে চূড়ান্ত অস্বস্তিতে তৃণমূল! সাংবাদিক বৈঠক ঘিরে জল্পনা

দুই হেভিওয়েট শীর্ষনেতার প্রকাশ্য লড়াইয়ে চূড়ান্ত অস্বস্তিতে তৃণমূল! সাংবাদিক বৈঠক ঘিরে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আবার প্রকাশ্যে এলো। রাজনৈতিক মহলের একাংশের দাবি, একুশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যতই সাংগঠনিক জোয়ার আসুক না কেন, তৃণমূল শিবিরে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের ঝড় কোন মতেই নেতৃত্ব থামাতে পারছে না। সাম্প্রতিককালে তৃণমূলের একের পর এক গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা প্রকাশ্যে আসছে। এদিন যেমন প্রকাশ্যে এলো মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষের বিবাদ।

আর এই বিবাদ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এমনকি তৃণমূলের অন্দরেও শুরু হয়েছে গুঞ্জন। মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাপতি হিসেবে পরিচিত মোশারফ হোসেন মন্ডল। অন্যদিকে পূর্ত কর্মাধ্যক্ষ হলেন রাজিব হোসেন। বুধবার মোশারফ হোসেন মন্ডলের নামে রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে তোপ দাগলেন পূর্ত কর্মাধ্যক্ষ রাজিব হোসেন। ঘটনার অব্যবহিত পরেই পাল্টা আক্রমণ শানালেন সভাধিপতি মোশারফ হোসেন মন্ডল।

এদিন পূর্ত কর্মাধ্যক্ষ রাজিব হোসেন সাংবাদিক বৈঠকে দাবি তোলেন, মুর্শিদাবাদের জেলা পরিষদে চলছে জঙ্গল রাজ। তাঁর কথা অনুযায়ী জেলা পরিষদে সভাধিপতি নিজের ইচ্ছা মতন কাজ করছেন। কর্মাধ্যক্ষদের মতামতকে জেলা সভাপতি ফুৎকারে উড়িয়ে দেন। এ প্রসঙ্গে পূর্ত কর্মাধ্যক্ষ রাজিব হোসেন টেন্ডার না করে রাস্তা তৈরির কাজ নিয়ে দোষারোপ করেছেন জেলা সভাধিপতি মোশারফ হোসেন মন্ডলকে। এদিন রীতিমতন হুঁশিয়ারি দিয়ে রাজিব হোসেন জানিয়েছেন, পুরো ব্যাপারটি তিনি চিঠি লিখে জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন রাস্তা উদ্বোধন নিয়েও পূর্ত কর্মাধ্যক্ষ তাঁর ক্ষোভ প্রকাশ করেন। প্রসঙ্গত জানা যাচ্ছে, জলঙ্গি, ডোমকলসহ বিভিন্ন জায়গায় রাস্তা উদ্বোধন হলেও পূর্ত কর্মাধ্যক্ষকে আমন্ত্রণ জানানো হয়নি। এ প্রসঙ্গে রাজিব হোসেন দাবি করেছেন, জেলা সভাধিপতি মোশারফ হোসেন মন্ডল স্বজনপোষণ চালাচ্ছেন। অন্যদিকে পূর্ত কর্মাধ্যক্ষ রাজিব হোসেনের জবাবে এদিন পাল্টা সভাধিপতি মোশারফ হোসেন মন্ডল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর দাবি, পূর্ত কর্মাধ্যক্ষ রীতিমতন দিশাহারা হয়ে এ ধরনের মত প্রকাশ করেছেন। রাস্তা নিয়ে তিনি জানিয়েছেন, কিছু রাস্তা বেহাল হয়ে যাওয়ায় যুদ্ধকালীন তৎপরতায় এলাকার বাসিন্দাদের দাবি মেনে কম পয়সায় কাজ করা হয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞদের মতে, একুশে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল শিবির যদি দলের গোষ্ঠীদ্বন্দ্ব না সামাল দিতে পারে, তাহলে কিন্তু আগামী দিনে দলকে বিপাকে পড়তে হতে পারে। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের দাবি, মুর্শিদাবাদ জেলা বরাবরই কংগ্রেসের অধীর চৌধুরীর দুর্গ বলে পরিচিত। তাই এহেন জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় খুব স্বাভাবিকভাবেই কংগ্রেসসহ বিরোধী শিবির যে এর সুযোগ নেবে তা বলাই বাহুল্য। এই অবস্থায় মুর্শিদাবাদের সংগঠন সামলাতে জেলা তৃণমূল নেতৃত্ব কি ব্যবস্থা গ্রহণ করে এখন সে দিকেই নজর সবার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!