এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুই হেভিওয়েট তৃণমূল সাংসদের সঙ্গে বৈঠকে বিজেপির হেভিওয়েট যুব সাংসদ? ক্রমশ চড়ছে দলবদলের পারদ

দুই হেভিওয়েট তৃণমূল সাংসদের সঙ্গে বৈঠকে বিজেপির হেভিওয়েট যুব সাংসদ? ক্রমশ চড়ছে দলবদলের পারদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে গেলেও এখনও পর্যন্ত তার পরিবারের কেউ তৃণমূল ছাড়েননি। তাই নিয়ে অভিষেক ব্যানার্জি তীব্র কটাক্ষ করেছিলেন শুভেন্দু অধিকারী যে তাঁর পরিবারেই এখনো পর্যন্ত পদ্ম ফুল ফোটাতে পারেননি বলে। তবে শুভেন্দুও সেই চ্যালেঞ্জকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছেন। ইতিমধ্যেই দাদার অনুগামী হয়ে কাজ করার জন্য বা বলা ভাল শুভেন্দুর পক্ষে কাজ করার জন্য ইতিমধ্যেই কাঁথি পুরসভা থেকে বিতাড়িত করা হয়েছে শুভেন্দু অধিকারীর ছোটোভাই সৌমেন্দু অধিকারীকে। আর সেই সূত্রেই আবার অধিকারী পরিবার থেকে দলবদলের আশংকা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সোমেন্দু অধিকারীকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী এবং তাঁদের বাবা শিশির অধিকারী। মেদিনীপুরের অধিকারী পরিবার এই মুহূর্তে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজ্য রাজনীতিতে। আর এবার অধিকারী পরিবারের বাকি সদস্যদেরও বিজেপিতে যাবার জল্পনা আরও প্রাসঙ্গিক হয়ে দাঁড়ালো যখন দেখা গেল বুধবার পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো পূর্ব মেদিনীপুরের কাঁথির শান্তিকুঞ্জে গিয়ে হাজির হয়েছেন। সূত্রের খবর, বুধবার বেশ কিছুক্ষণ সময় বিজেপি নেতা জ্যোতির্ময় মাহাতো শুভেন্দু অধিকারীর বাড়িতে কাটিয়েছেন।

তারপর সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, তিনি শুভেন্দু অধিকারীর বাড়িতে চা খেতে এসেছিলেন। ইতিমধ্যেই তৃণমূল থেকে এই নিয়ে কটাক্ষ শুরু হয়ে গিয়েছে। পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি যেহেতু পূর্ব মেদিনীপুরের বিজেপি পর্যবেক্ষক তাই জোনের কর্মকর্তাদের বাড়িতে যাওয়াটা খুবই স্বাভাবিক। তবে বাড়িতে যাওয়ার পর তাঁর সাথে সবাইকার সৌজন্য সাক্ষাতকার হয়েছে বলে খবর। পাশাপাশি জ্যোতির্ময় মাহাতো এদিন দাবি করেছেন, তৃণমূল এই মুহূর্তে দু’ভাগে বিভক্ত। যারা ভালো লোক, তাঁরা এসে যোগ দিচ্ছেন বিজেপিতে এবং যারা গুন্ডাবাহিনী তাঁরাই এখন তৃণমূল চালাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি অভিযোগ করেছেন, নিজেদের পার্টি অফিস ভেঙে তৃণমূলের পক্ষ থেকে গেরুয়া শিবিরের নামে বলা হচ্ছে। যথারীতি একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যের মসনদ যে বিজেপি দখল করবেই, সে কথা প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে এদিন জানিয়েছেন বিজেপি সাংসদ জ্যোর্তিময় মাহাতো। অন্যদিকে জেলা তৃণমূলের অন্দরেও জ্যোতির্ময় মাহাতোর শুভেন্দু অধিকারীর বাড়ি যাওয়া নিয়ে শুরু হয়ে গেছে ব্যাপক গুঞ্জন। এই নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি মাহমুদ হোসেন জানিয়েছেন, শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন তিনি বাড়িতে পদ্ম ফুল ফোটাবেন। মনে করা হচ্ছে, সেই উদ্দেশ্যেই তিনি প্রথম পদক্ষেপ গ্রহণ করলেন।

রাজ্য জুড়ে চলছে দলবদলের ব্যাপক খেলা। অধিকারী পরিবার থেকে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই দল বদল করেছেন। একুশ বছরের পুরোনো দল ছেড়ে তিনি বিজেপিতে গিয়েছেন। প্রশ্ন ছিলই, শুভেন্দুর বাড়ির বাকি সদস্যরা এবার কোন দিকে যাবেন তা নিয়ে। জল্পনা ক্রমশ বেড়ে চলছিল। আর তারই মধ্যে হঠাৎ করে বিজেপি সাংসদের অধিকারী পরিবারে উপস্থিত হওয়া পক্ষান্তরে ইঙ্গিত দিয়ে গেল, কাঁথির শান্তিকুঞ্জে এবার হয়তো ঘাসফুলের বদলে পদ্মফুল ফুটতে চলেছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!