এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দুই হেভিওয়েট নেতা বিজেপিতে! দক্ষিণ দিনাজপুর জেলায় বড় ভাঙ্গন তৃনমূলে!

দুই হেভিওয়েট নেতা বিজেপিতে! দক্ষিণ দিনাজপুর জেলায় বড় ভাঙ্গন তৃনমূলে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী বিজেপিতে নাম লেখালে দক্ষিণ দিনাজপুর জেলার অনেক হেভিওয়েট তৃণমূল নেতা দলবদল করতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল। এমনকি এই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় “দাদার অনুগামী” দিয়ে শুভেন্দু অধিকারীর পোস্টার টাঙানোর ঘটনাতেই তা আরও স্পষ্ট হয়ে যায়। তবে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করবেন কিনা বা তিনি যোগদান করলে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে কারা কারা তৃণমূলে যোগদান করবেন, তা নিয়ে প্রথম থেকেই জল্পনা তৈরি হয়েছিল।

অবশেষে এল সেই সময়। শনিবার দিনখন মেনে মেদিনীপুর কলেজ মাঠ থেকে গেরুয়া শিবিরের পতাকা নিজের হাতে তুলে নিলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী। যেখানে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন গঙ্গারামপুরের প্রাক্তন বিধায়ক তথা বংশীহারী ব্লক তৃণমূল সভাপতি সত্যেন্দ্রনাথ রায় এবং দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন কার্যকরী সভাপতি দেবাশিস মজুমদার। স্বভাবতই এই ঘটনায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে জেলা তৃণমূলের অন্দরমহলে।

জানা যায়, এদিন মেদিনীপুর কলেজিয়েট মাঠে অমিত শাহের সভা থেকেই বিজেপিতে নাম লেখান দক্ষিণ দিনাজপুর জেলার প্রাক্তন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, দেবাশিস মজুমদার। বস্তুত, অর্পিতা ঘোষ দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি থাকার সময় জেলা তৃণমূলের শীর্ষ নেতা ছিলেন এই দেবাশিস মজুমদার। তৎকালীন সময়ে জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি ছিলেন তিনি। পরবর্তীতে অর্পিতা ঘোষ সভাপতি পদ থেকে সরে যাওয়ার পর তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করে।

আর এরপরই বর্তমান জেলা সভাপতি গৌতম দাস সেই দেবাশিসবাবু সহ আরও দুই নেতাকে দল থেকে বহিষ্কারের কথা জানিয়ে দেন। আর তারপর থেকেই সেই দেবাশিস মজুমদারের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছড়িয়ে পড়েছিল। এমনকি বালুরঘাটের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর পোস্টার পড়ার পেছনে দেবাশিস মজুমদারের হাত রয়েছে বলে দাবি করেছিলেন একাংশ। অবশেষে তৃণমূলের প্রাক্তন হেভিওয়েট নেতা বিজেপিতে নাম লেখালেন।

এদিকে বেশ কিছুদিন ধরেই গঙ্গারামপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বংশীহারীর ব্লক সভাপতি সত্যেন্দ্রনাথ রায়ের বেশ কিছু মন্তব্য নিয়ে জল্পনা ছড়িয়ে পড়েছিল। আগামী বিধানসভা নির্বাচনে তিনি টিকিট না পেলে দলত্যাগ করবেন বলে জানিয়ে দিয়েছিলেন। অবশেষে সেই পথেই পা বাড়াতে দেখা গেল তাকে। যাকে কেন্দ্র করে এখন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের অন্দরমহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, বালুরঘাটে ছাত্র এবং যুবদের সিংহভাগ এই দেবাশিস মজুমদারের মত নেতার সঙ্গে রয়েছেন। ফলে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করাতে তৃণমূলের ভোটব্যাংকে বড় ফাটল ধরতে পারে। এছাড়াও সত্যেন্দ্রনাথ রায় যেহেতু বংশীহারী ব্লক সভাপতি ছিলেন এবং এলাকায় তার যথেষ্ট প্রভাব ছিল, ফলে তিনি বিজেপিতে যাওয়াতে গেরুয়া শিবিরের চাপ বাড়বে বলেই দাবি করছেন একাংশ।

স্বাভাবিকভাবেই এই দুই হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারীর পথ ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করাতে দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক মহল কিছুটা হলেও হতচকিত। কেননা এই দুই নেতা প্রথম থেকেই তৃনমূল কংগ্রেসের সাথে রয়েছেন। ফলে তারা শুভেন্দু অধিকারীর পথে হেটে যেভাবে দলবদল করলেন, তা নিঃসন্দেহে জেলা তৃণমূল নেতৃত্বকে চাপে রাখবে বলেই দাবি করছেন একাংশ। যদিও বা এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, দেবাশিস মজুমদার এবং সত্যেন রায়ের এই দলবদলে কি প্রভাব পড়ে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!