এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুই হেভিওয়েটের যোগদান, আজই তৃণমূলে বড় চমক? বাড়ছে জল্পনা!

দুই হেভিওয়েটের যোগদান, আজই তৃণমূলে বড় চমক? বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –নির্বাচনের আগে দলবদলের আবহে এবার কি বড়সড় ঝটকা দিতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস? বর্তমানে কোন দলের প্রার্থী তালিকা কেমন হবে, তার জন্য উদগ্রীব রয়েছে সবপক্ষ। তবে তার আগে তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলে বিজেপির পক্ষ থেকে প্রতিনিয়ত হেভিওয়েট মুখকে নিজেদের দিকে নিয়ে আসা হচ্ছে। আর পরিস্থিতিতে আজ কি বড়সড় মাস্টারস্ট্রোক দিতে চলেছে ঘাসফুল শিবির?

বিশেষ সূত্র মারফত খবর, তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন এবং রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা। স্বাভাবিক ভাবেই এই ঘটনা যদি সত্যি হয়, তাহলে আজ যে বঙ্গ রাজনীতিতে বড়সড় ঝড় উঠতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যসচিব থাকার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই রাজীব সিনহা। কিছুদিন আগেই তার সক্রিয় রাজনীতিতে আসা নিয়ে জল্পনা ছড়িয়ে পড়েছিল। আর এই পরিস্থিতিতে আজ তিনি তৃণমূল কংগ্রেসে নাম লেখাতে বানান বলে গুঞ্জন তৈরি হয়েছে।

তবে শুধু রাজীব সিনহা নয়, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে এক সময় কাজ করা দেবাশিস সেনও আজ ঘাসফুল শিবিরের নাম লেখাতে পারেন বলে খবর। বর্তমানে দেবাশিসবাবু হিডকোর চেয়ারম্যান পদে রয়েছেন। তাই এই দুই হেভিওয়েট প্রশাসনিক শীর্ষকর্তা যদি তৃণমূল কংগ্রেস সত্যি সত্যিই যোগদান করেন, তাহলে তা যে ঘাসফুল শিবিরের কাছে অত্যন্ত উজ্জীবিত হওয়ার কারণ, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। পাশাপাশি বিজেপিতে যখন অনেক হেভিওয়েট যোগদান করতে শুরু করেছেন, তখন এই দুই হেভিওয়েটের তৃণমূল কংগ্রেসে যোগদানের ফলে বিরোধীরা অনেকটাই চাপে পড়ে যেতে পারে বলে মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষ সূত্র মারফত খবর, আজ দুপুরে তৃণমূল ভবনে এই মেগা যোগদান অনুষ্ঠিত হতে পারে। যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে সুব্রত বক্সি থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় এবং ব্রাত্য বসুর মত শীর্ষ স্তরের নেতাদের। তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো পক্ষের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে এই প্রসঙ্গে দেবাশিস সেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এসব গুজব। ভুয়ো খবরে কান দিতে নেই।”

এদিকে এই ব্যাপারে কোনো মন্তব্য করতে দেখা যায়নি রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহাকেও। তবে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর গলায় শোনা যাচ্ছে তাৎপর্যপূর্ণ মন্তব্য। এদিন তিনি বলেন, “আজ বড় যোগদান থাকছে। বড় চমক থাকছে।” সব মিলিয়ে দিনের শেষে তৃণমূল কংগ্রেসের আজকের যোগদান কতটা চমকপ্রদ হয় এবং কোন কোন হেভিওয়েট যোগদান করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!