এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুই জায়গায় ভোটার লিস্টে নাম হেভিওয়েট তৃণমূল প্রার্থীর, বিস্ফোরক অভিযোগ!

দুই জায়গায় ভোটার লিস্টে নাম হেভিওয়েট তৃণমূল প্রার্থীর, বিস্ফোরক অভিযোগ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিমধ্যেই জমে উঠেছে ভোটের লড়াই। বিজেপি প্রথম দুই দফার ভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রতিটি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। আর এই পরিস্থিতিতে পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। যেখানে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, সুজয়বাবুর নামে দুই জায়গায় ভোটার লিস্টে নাম রয়েছে। যার একটি নাম মানবাজার এবং অপরটি পুরুলিয়া।

স্বাভাবিক ভাবেই এই ঘটনা সামনে আসার পর থেকেই এখন রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকা জুড়ে। বিজেপির পক্ষ থেকে “বিজেপি ফর বেঙ্গল” নামে একটি টুইটারে এই কথা পোস্ট করা হয়েছে। স্বাভাবিক ভাবেই এই পোস্টটি ভাইরাল হয়ে যেতেই এখন অস্বস্তি বেড়েছে তৃণমূল কংগ্রেসের। সত্যিই তো তাই! কেন দুই বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্টের নাম রয়েছে? ব্যক্তি তো তিনি একজন! ইতিমধ্যেই এই বিষয়টি বিজেপি সামনে আনার পর যখন তা ক্রমশ বিতর্কের আকার নিয়েছে, তখন ময়দানে নেমেছেন পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, রবিবার দুপুরে জেলা তৃণমূলের কার্যালয়ে এই ব্যাপারে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। যেখানে সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার মানবাজার বিধানসভা পুঞ্চায় ভোটার তালিকায় নাম ছিল। দল আমাকে পুরুলিয়া বিধানসভার প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিলে আমি পুরুলিয়া বিধানসভার ভোটার তালিকায় নাম তুলি। ফলে গত 26 ফেব্রুয়ারি মানবাজার বিধানসভা কেন্দ্র থেকে আমার নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানাই। অথচ তার প্রক্রিয়া শুরু হয় 5 ই মার্চ। কেন আমার আবেদনের আট দিন পর কমিশন প্রক্রিয়া শুরু করল? বিজেপি যাতে অপপ্রচার করতে পারে সেই জন্য? আবারও বলছি, বিজেপি-কমিশনের আঁতাত রয়েছে। এভাবে মিথ্যার বেসাতি করে জালিয়াতি করে পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না।”

অর্থাৎ তৃণমূল প্রার্থী এক্ষেত্রে নির্বাচন কমিশন এবং বিজেপির চক্রান্তকে সামনে আসতে শুরু করেছেন। যদিও বা বিজেপির পক্ষ থেকে সেই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, “কমিশন কমিশনের মত কাজ করছে। আমরা রাজনৈতিক দল নিজেদের কাজ করছি।” তবে তৃণমূল প্রার্থীর দুই জায়গায় ভোটার তালিকায় নাম থাকায় এখন ক্রমশ জল্পনা বাড়তে শুরু করেছে। স্বাভাবিক ভাবেই এই গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!