এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুই জনপ্রতিনিধির সদস্যপদ বাতিল করল তৃণমূল, শাসকদলের পদক্ষেপে বাড়ছে জল্পনা!

দুই জনপ্রতিনিধির সদস্যপদ বাতিল করল তৃণমূল, শাসকদলের পদক্ষেপে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   এবার মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি এবং সহকারি সভাধিপতির বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ গ্রহণ করল তৃণমূল কংগ্রেস। বস্তুত, 2021 এর বিধানসভা নির্বাচনের আগে দল বদল করে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন এবং সহকারি সভাধিপতি বৈদ্যনাথ দাস। যেখানে মোশারফ সাহেব যোগদান করেন জাতীয় কংগ্রেসে এবং বৈদ্যনাথবাবু যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে। আর এরপরেই তাদের সদস্যপদ খারিজের জন্য প্রস্তুতি গ্রহণ করে তৃণমূল কংগ্রেস। অবশেষে এই ব্যাপারে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হতে দেখা গেল।

যেখানে অন্য দলে নাম লেখানো মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাপতি মোশারফ হোসেন এবং সহকারি সভাধিপতির বিরুদ্ধে নেওয়া হল বড়সড় পদক্ষেপ। জানা গিয়েছে, দলত্যাড বিরোধী আইন মামলার শুনানি পর্বে ডিভিশনাল কমিশনের পক্ষ থেকে তাদের দুই জনের সদস্যপদ খারিজের ব্যাপারে সায় দেওয়া হয়েছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে মোশারফ হোসেন এবং বৈদ্যনাথ দাস যে যথেষ্ট অস্বস্তির মুখে পড়ে গেলেন, তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি তৃণমূল কংগ্রেস নিজেদের ক্ষমতা জাহির করতে আরও একধাপ পদক্ষেপ গ্রহণ করল বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে এবং কংগ্রেসে যোগদান করেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মন্ডল এবং সহকারি সভাধিপতি বৈদ্যনাথ দাস। আর এরপরেই তাদের কিভাবে চাপে রাখা যায়, তার জন্য পরিকল্পনা শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। ডিভিশনাল কমিশনের কাছে এই দুই ব্যক্তির বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনের সাহায্য নিয়ে অভিযোগ করা হয়। যেখানে তাদের দুইজনের সদস্যপদ খারিজ করার দাবি তোলে তৃণমূল কংগ্রেস। আর পরিস্থিতিতে বুধবার সেই মামলার রায় প্রকাশিত হল। যেখানে সেই মোশারফ হোসেন এবং বৈদ্যনাথ দাস, এই দুই ব্যক্তির জেলা পরিষদের সদস্য পদ বাতিল করে দেওয়ার কথা জানিয়ে দেয় ডিভিশনাল কমিশনার।

পর্যবেক্ষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে বিধানসভার ভেতরে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। আর এই আইনকে কার্যকর করে বিজেপি থেকে তৃণমূলে যাওয়া মুকুল রায়ের বিধায়ক পদ যাতে খারিজ করা যায়, এবং অন্য কেউ যাতে দলবদল করতে না পারে, তার জন্য কৌশল গ্রহণ করতে চাইছেন শুভেন্দু অধিকারী। কিন্তু শেষ পর্যন্ত এই আইন লাগু হবে কিনা বা তাকে প্রয়োগ করার ক্ষেত্রে অধ্যক্ষ কি সিদ্ধান্ত নেবেন, তা লক্ষণীয় বিষয়। তবে তার মাঝেই বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দলে যোগদান করা মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাপতি এবং সহকারি সভাধিপতির সদস্যপদ বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হল। যার ফলে তৃণমূল এক সময়কার সভাধিপতি এবং সহকারি সভাধিপতির ওপর চাপ প্রয়োগ করে তাদের সদস্যপদ খারিজের আবেদন গ্রহণ হওয়ায় আরও উল্লসিত হয়ে উঠল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!