এখন পড়ছেন
হোম > জাতীয় > দুই রাজ্যের সংঘর্ষ চরমে, পরিস্থিতি সামলাতে ময়দানে মোদী!

দুই রাজ্যের সংঘর্ষ চরমে, পরিস্থিতি সামলাতে ময়দানে মোদী!


 

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি আসাম এবং মিজোরামের সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছিল। যে ঘটনাকে হাতিয়ার করে বিরোধীরা কেন্দ্রীয় সরকারকে চাপের মুখে ফেলে দিয়েছিল। ক্রমেই পরিস্থিতি আয়ত্তের বাইরে বেরিয়ে যেতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে অবস্থাকে সামাল দিতে এবার ময়দানে নামতে চলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে আসামের সাংসদদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার।

সূত্রের খবর, এদিন আসামের সাংসদদের সঙ্গে একটি বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত সীমান্তে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে সকলের কথা শুনে একটি সিদ্ধান্তে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বলা বাহুল্য, আসাম এবং মিজোরামের সীমান্তে বিরোধ নিয়ে ইতিমধ্যেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। যেখানে প্রাণ হারিয়েছেন একজন সাধারন মানুষ এবং ছয়জন পুলিশ। আর তারপরেই গোটা বিষয়ে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। আর এই পরিস্থিতিতে সমস্যাকে মেটাতে না পারলে যে ভবিষ্যতে তা আরও ভয়াবহ আকার ধারণ করবে, তা বুঝতে পারছে কেন্দ্রীয় সরকার। আর সেই কারণেই তড়িঘড়ি আসামের সাংসদদের সঙ্গে বৈঠক করে গোটা পরিস্থিতি সামলানোর চেষ্টা প্রধানমন্ত্রীর বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, দুই রাজ্যের মধ্যে সংঘর্ষের প্রভাব যে রাজ্যগুলোতে পড়তে পারে সেই ব্যাপারে আশঙ্কা তৈরি হয়েছিল। তাই পরিস্থিতিকে সামাল দিতে ময়দানে নামলেন স্বয়ং প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রী গোটা বিষয়টিকে কতটা সামাল দিতে পারেন, তা অবশ্যই লক্ষণীয় বিষয়। সব মিলিয়ে দুই রাজ্যের সংঘর্ষ থামাতে প্রধানমন্ত্রীর আসামের সাংসদদের সঙ্গে বৈঠক গোটা পরিস্থিতিকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!