এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুই তৃণমূল সাংসদের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক ! জেনে নিন !

দুই তৃণমূল সাংসদের মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক ! জেনে নিন !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর তার বাবা শিশির অধিকারীকে বিজেপির মঞ্চে দেখা গিয়েছে। যদিও বা খাতায়-কলমে শিশিরবাবু দলত্যাগ করেননি বলে দাবি একাংশের। অন্যদিকে শুভেন্দু অধিকারীর আর এক ভাই দিব্যেন্দু অধিকারীও সেভাবে দলের সঙ্গে যোগাযোগ রাখছেন না। যার ফলে তাদের ভূমিকা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে তোলা হয়েছে প্রশ্ন। আর এই পরিস্থিতিতে এবার নাম না করে সেই শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বঙ্গ রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন কাঁথির সভা থেকে এই বিষয়ে সোচ্চার হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেন, “বাড়িতে যে দুইজন সাংসদ রয়েছে, তৃণমূলের প্রতীকে জিতে বিজেপির সঙ্গে কানামাছি ভোঁ ভোঁ খেলছেন। নূন্যতম আদর্শ এবং মূল্যবোধ থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা দিয়ে বিজেপির মঞ্চে যেতেন।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে নাম না করে যে শুভেন্দু অধিকারীর বাবা এবং আর এক ভাইকে নিয়েই প্রশ্ন তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তা বলার অপেক্ষায় রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!