এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “দুই-তৃতীয়াংশ আসনে জিতে ক্ষমতায় ফিরতে তৃণমূল” বৈঠকে আত্মবিশ্বাসী মমতা!

“দুই-তৃতীয়াংশ আসনে জিতে ক্ষমতায় ফিরতে তৃণমূল” বৈঠকে আত্মবিশ্বাসী মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আসবে কিনা, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে। আট দফার নির্বাচন শেষে বিভিন্ন এক্সিট পোল সামনে আসতে শুরু করেছে। যেখানে বেশকিছু সমীক্ষায় তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও, বিজেপি ক্রমাগত বিরোধী দল হিসেবে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে বলে আভাস দেওয়া হয়েছে। আবার বেশ কিছু সমীক্ষাতে এগিয়ে রাখা হয়েছে ভারতীয় জনতা পার্টিকে।

স্বাভাবিক ভাবেই এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে কোনোবার নির্বাচনের পরে বা গণনার আগে দলের নেতাকর্মীদের নিয়ে কোনো বৈঠক করতে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এবার বৃহস্পতিবার নির্বাচন শেষ হতেই শুক্রবার প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী এবং তাঁদের এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে কার্যত আত্মপ্রত্যয়ের সঙ্গে তিনি জানিয়ে দিলেন, এবার দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস।

স্বাভাবিক ভাবেই নির্বাচনের ফলাফল প্রকাশের আগে দলীয় প্রার্থী এবং এজেন্টদের সঙ্গে বৈঠকের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের উক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সূত্রের খবর, শুক্রবার বেলা আড়াইটা থেকে কালীঘাটের বাসভবনে ভার্চুয়াল বৈঠক শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রতিটি বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী এবং তাদের এজেন্টরা। আর সেখানেই বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

পাশাপাশি দল ক্ষমতায় আসবে কি আসবে না, তা নিয়ে এক্সিট পোলের পর যখন বিভিন্ন মহলে গুঞ্জন চলছে, তখন কার্যত দলের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে আত্মপ্রত্যয়ী বক্তব্য পেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি জানিয়ে দেন, দুই তৃতীয়াংশ আসন নিয়ে তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসতে চলেছ.

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, দলীয় কর্মীদের গণনার আগে উজ্জীবিত করতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের বক্তব্য রাখলেন। আবার অনেকে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, তার দল আবার ক্ষমতায় আসতে চলেছে। তাই সেই কারণে বাস্তব সত্য দলের নেতা-কর্মীদের কাছে তুলে ধরলেন তিনি।

 

পর্যবেক্ষকদের মতে, কোন দল ক্ষমতায় আসবে, তা রবিবার পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তার আগে এখন উৎকণ্ঠা এবং কৌতুহল চরম পর্যায়ে পৌঁছে গেছে। এক্সিট পোল প্রকাশিত হওয়ার পর সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশেষজ্ঞ, প্রায় প্রত্যেকের কাছেই স্পষ্ট হয়ে গেছে, এবার বাংলার নির্বাচন হাড্ডাহাড্ডি হয়েছে। সেদিক থেকে তৃণমূল কংগ্রেস যে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে, সেই ব্যাপারে নিশ্চয়তা দিতে পারছেন না দলের কর্মীরাও।

এক্ষেত্রে গণনা পর্বের আগে তৃণমূলের অনেক কর্মীরা এক্সিট পোল দেখে কার্যত সংশয় প্রকাশ করতে শুরু করেছেন‌। কিন্তু দলীয় নেতাকর্মীদের মনে বিশ্বাস জোগাতে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেওয়ায় গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করল। এখন তৃণমূল নেত্রীর এই বার্তা ভোটবাক্স খোলার পর কতটা বাস্তব হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!