এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলের বিশেষ পদক্ষেপে পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির, বড়সড় উদ্বেগ গেরুয়া শিবিরে

তৃণমূলের বিশেষ পদক্ষেপে পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির, বড়সড় উদ্বেগ গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে বিজেপির পরাজয়ের পর থেকে দলের ভাঙ্গন ক্রমশ বাড়ছে। বিজেপির একের পর এক নেতাকর্মী যোগদান করতে শুরু করেছেন তৃণমূলে। এই পরিস্থিতিতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কমলাবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান যমুনা বর্মন দুজন বিজেপির পঞ্চায়েত সদস্যেকে সঙ্গে নিয়ে যোগদান করলেন তৃণমূলে। ফলত, পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির, দখলে এলো তৃণমূলের।

প্রসঙ্গত, গত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুর জেলার সদর মহকুমা রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ী দুই গ্রাম পঞ্চায়েতের দখল নিয়েছিল বিজেপি। ১৩ জন সদস্য সদস্য বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে বিজেপির সদস্য সংখ্যা ছিল ৯। ৪ জন সদস্য ছিল তৃণমূলের। বিজেপি নেত্রী যমুনা বর্মনকে পঞ্চায়েত প্রধান করা হয়েছিল। কিন্তু গতকাল দুজন পঞ্চায়েত সদস্য দশরথ রায়, বনিফাস কেরকেট্টাকে সঙ্গে নিয়ে তৃণমূলে যোগদান করলেন পঞ্চায়েত প্রধান যমুনা বর্মন। ফলে পঞ্চায়েতটি বিজেপির হাত ছাড়া হল। এর ক্ষমতা দখল করল তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলে যোগদান করে পঞ্চায়েত প্রধান যমুনা বর্মন জানিয়েছেন যে, বিজেপিতে থেকে তিনি কোনো উন্নয়নমূলক কাজ করতে পারছিলেন না সাধারন মানুষের জন্য। তাই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞ শামিল হতে তিনি দুজন বিজেপির পঞ্চায়েত সদস্য সহ তৃণমূলে যোগদান করেছেন। এর ফলে এই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এসেছে। তবে, এ প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, তৃণমূলের ব্যাপক সন্ত্রাস ও হুমকির কারণে বিজেপির প্রধান ও সদস্যরা কাজ করতে পারছিলেন না। তাঁদের ভয় দেখিয়ে ও জোর করে তৃণমূলে যোগদান করানো হয়েছে। যার দ্বারা এই পঞ্চায়েতের দখল নিয়েছে তৃণমূল।

গতকাল তৃণমূলে যোগদান পর্বের পর রায়গঞ্জ ব্লকের বিডিওর কাছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ড গঠন করার জন্য কাগজপত্র দাখিল করেছেন পঞ্চায়েত প্রধান যমুনা বর্মন। দলবদল করলেও পঞ্চায়েত প্রধানের পদে তিনিই রয়ে গেছেন। এ প্রসঙ্গে রায়গঞ্জ ব্লক তৃণমূল সভাপতি মানস ঘোষ জানিয়েছেন যে, বিজেপির প্রধান সহ তিনজন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেছেন। তাঁদের তৃণমূলে যোগদান করার ফলে এই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এসেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!