এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা আবহে আসছেন মা দূর্গা! এবারের যাত্রায় কোন শুভাশুভের ইঙ্গিত উঠে আসছে? জানলে চমকে যাবেন

করোনা আবহে আসছেন মা দূর্গা! এবারের যাত্রায় কোন শুভাশুভের ইঙ্গিত উঠে আসছে? জানলে চমকে যাবেন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হিন্দুধর্মে দেবী দুর্গা পরমা প্রকৃতি ও সৃষ্টির আদি কারণ হিসেবেই বর্ণিত হয়েছেন। শিবের স্ত্রী পার্বতীর উগ্র রূপ, কার্তিক ও গণেশের জননী, এবং কালীর অন্যরূপ হিসেবেও তাঁকে পূজা করা হয়। সেই সঙ্গে বাংলা মঙ্গলকাব্যগুলিতে এবং আগমনী গানে দুর্গারূপে মহাদেব পত্নী, হিমালয় দুহিতা পার্বতীর সপরিবারে পিতৃগৃহে অবস্থানের আনন্দময় দিনগুলিরই দুর্গাপূজা হিসেবে পালিত হয় বলে জানা যায়।

দেবী পার্বতী দেবতাদের অনুরোধে মহা অসুরকে বধ করেন তাই দেবী পার্বতী দুর্গা নামে অভিহিত হন। অন্যদিকে, এই দেবীর আরাধনা বাংলা, অসম, ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহারের কোনো কোনো অঞ্চলে প্রচলিত আছে। এছাড়া ভারতের অন্যত্রও দুর্গাপূজা নবরাত্রি উৎসব রূপে পালিত হয়।

বস্তুত, শাস্ত্রে বছরে দু’বার দুর্গা পূজার প্রথা রয়েছে বলে জানা যায়। একটি আশ্বিন মাসের শুক্লপক্ষে এবং অন্যটি চৈত্র মাসের শুক্লপক্ষে বাসন্তী দুর্গাপূজা হিসেবে। তবে ইতিহাস অনুযায়ী মনে করা হয়, আনুমানিক খ্রিষ্টীয় দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দীতে বাংলায় দুর্গোৎসব প্রবর্তিত হয়। সেই সঙ্গে, রাজশাহীর তাহিরপুরের রাজা কংসনারায়ণ প্রথম মহাআড়ম্বরে শারদীয়া দুর্গাপূজার সূচনা করেছিলেন বলেও জনশ্রুতি আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে মা কিন্তু একা আসেন না। মর্তে মা এবং তাঁর সন্তানদের সঙ্গে আসেন তাঁদের বাহনরাও। নিয়ম অনুযায়ী তাঁদেরও পূজা করা হয়। তবে পঞ্জিকা অনুসারে, এছাড়াও মায়ের মর্তে আসা যাওয়ার আরও বাহনের নাম জানা যায়। যাদের মাধ্যমে মায়ের আগমনের বার্তার সঙ্গে সঙ্গে মর্তের ভবিষ্যত সম্ভাবনাও কল্পনা করা হয়।

জানা যায়, তাঁর বাহনগুলির মধ্যে কখনও উঠে আসে গজ, কখনও ঘোড়া, কখনও দোলা, বা কখনও নৌকার নাম। বস্তুত, তাঁর আগমন আর গমনের এই বিষয়টি দেবীভাগবত পুরাণেও আছে। এবারের পুজো দিয়ে শুরু করলে বলা যায়, এবার মা আসছেন দোলায়।

বস্তুত, দোলা হল মড়কের প্রতীক। মহামারীর চিহ্ন। বস্তুত, করোনা পরিস্থিতিতে সেই কথাই যেন মনে আসে। অন্যদিকে মা আবার ফিরছেন নৌকায়। তবে এক্ষেত্রে নৌকাকে বন‍্যার প্রতীক হিসেবে কল্পনা করা হয়। তবে সেই সঙ্গে ভাল ফসলও হয় বলে জানা যায়।

অন্যদিকে, গজ হল সমৃদ্ধি ও শান্তির প্রতীক। গজে আগমন বা প্রস্থানকে শুভ মনে করা হয়। সেইসঙ্গে ঘোড়ায় আসা বা যাওয়ার অর্থ হল ছত্রভঙ্গ। ছত্রভঙ্গ বলতে ধ্বংসকে বোঝায়। সেটা রাজনৈতিকও হতে পারে, আবার যুদ্ধও হতে পারে। এছাড়া বিপ্লব জাতীয় কিছুও হতে পারে বলে মনে করা হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!