এখন পড়ছেন
হোম > রাজ্য > দুর্গা প্রতিমা বিসর্জনেও তৃণমূল বিজেপির মধ্যে প্রবল উত্তেজনা থেকে সংঘর্ষ; উত্তপ্ত গোঘাট

দুর্গা প্রতিমা বিসর্জনেও তৃণমূল বিজেপির মধ্যে প্রবল উত্তেজনা থেকে সংঘর্ষ; উত্তপ্ত গোঘাট

এবার দেবী দুর্গার নিরঞ্জনেও রাজনৈতিক সংঘর্ষ থেকে ব্যতিক্রম থাকলো না এই বাংলা। উমার ঘরে ফিরে যাওয়াতে যখন চোখের কোনায় জল এসেছে বাঙালির ঠিক তখনই সেই দুর্গা প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করেই শাসক দল তৃণমূল এবং বিরোধী দল বিজেপির তুমুল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল গোঘাটের মথুরা গ্রাম। কিন্তু হঠাৎ দেবী প্রতিমার বিসর্জনের সময় কেন সংঘর্ষ তৈরি হলো এই শাসক-বিরোধী দুই শিবিরে?

প্রসঙ্গত উল্লেখ্য এই গোঘাট বিধানসভার মথুরা গ্রামে বেশ কিছুদিন ধরে নিজেদের শক্তি বৃদ্ধি করেছিল গেরুয়া শিবির। আর এরপরই শাসক দল তৃণমূলের সাথে বিভিন্ন সময় বাক-বিতণ্ডায় জড়িয়ে জড়িয়ে পড়ে বিজেপি সমর্থকরা। সূত্রের খবর গত শুক্রবার রাতে বিজেপির কর্মীরা প্রতিমা বিসর্জন উপলক্ষে আবির খেলার সময় হঠাৎই তৃণমূলের কিছু কর্মী তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। এমনকি এই ঘটনায় এক বিজেপি কর্মী বুম্বা কর্মকারকে মারধোর করার পাশাপাশি সমীর রায় এবং দীপঙ্কর বারুই এর বাড়িতে ঢুকে ভাঙচুরও করে শাসক দলের সমর্থকরা। আর এরপর থেকেই এই গোটা ঘটনায় তদন্তের দাবিতে সরব হয়েছেন আরামবাগের বিজেপি নেতা তথা বিজেপি রাজ্য কমিটির সদস্য অসিত কুন্ডু। কিন্তু সামান্য প্রতিমা নিরঞ্জন কে কেন্দ্র করে কেন বিজেপি সমর্থকদের ওপর এহেন হামলা চালালো তৃণমূল কংগ্রেস?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

এদিন এই প্রশ্নের উত্তরে গোঘাটের তৃণমূল নেতা মনোরঞ্জন পাল বলেন; “বিজেপিই আমাদের কর্মীদের ওপর আক্রমণ চালিয়েছে। ক্ষমতায় আসার পর ওদের চোলাইয়ের ভাটি বন্ধ করে দেওয়াতেই ওরা এহেন আক্রমণ চালাচ্ছে।” পাশাপাশি তৃণমূলের আরও দাবি যে তাদের কর্মী অমরেশ রায় ভোলা মালিক এবং অসীম শুলকে মারধর ও করেছে বিজেপি সমর্থকরা। এমনকি বিজেপির এহেন সন্ত্রাসের প্রতিবাদে এদিন গ্রামে মোমবাতি মিছিলের আয়োজন করেছে শাসক দলের কর্মী-সমর্থকরা।সব মিলিয়ে এবার প্রতিমা নিরঞ্জন কে কেন্দ্র করেও শাসকদলের সাথে বিরোধীদের তুমুল সংঘর্ষ অব্যাহত গোঘাটে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!