এখন পড়ছেন
হোম > জাতীয় > দুর্গাপুজো করবার অনুমতি মেলেনি,আবেদন জানিয়ে চিঠি মুখ্যমন্ত্রীকে,

দুর্গাপুজো করবার অনুমতি মেলেনি,আবেদন জানিয়ে চিঠি মুখ্যমন্ত্রীকে,


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে উত্তরপ্রদেশে বেশ কিছু ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন পালনের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে যোগী সরকার। তবে উত্তরপ্রদেশের রামলীলা উৎসবের আয়োজনের ক্ষেত্রে ছাড় দেয়া হয়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, রাজ্যের একটি প্রাচীন প্রথা হলো রামলীলা, তাই এই প্রথাকে তাঁরা বন্ধ করতে চান না। একারণে, কিছু বিধিনিষেধ পালনের শর্তে রামলীলা উৎসবকে ছাড় দেয়া হয়েছে। তবে যোগী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই অনুষ্ঠানে ময়দানে ১০০ জনের বেশি লোক জমায়েত হতে পারবেন না। সেইসঙ্গে প্রত্যেককে পরতে হবে মাস্ক। ময়দান স্যানিটাইজেশন এর ব্যবস্থা করতে হবে আয়োজনকারী কর্তৃপক্ষকে।

তবে রামলীলা উৎসবের আয়োজনে ছাড়পত্র দেওয়া হলেও দুর্গোৎসবের প্রতি এমনটা হয় নি। উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, প্যান্ডেল করে সার্বজনীন দূর্গাপূজার অনুষ্ঠান এবার করা চলবে না। শুধুমাত্র বাড়িতে মূর্তি প্রতিষ্ঠা করে দুর্গাপুজো করা যাবে। এই কারণেই যোগী সরকারের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ বাংলাপক্ষ। উত্তরপ্রদেশ রাজ্যে দুর্গোৎসব করতে দেওয়ার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি দিলেন তাঁরা।

এ প্রসঙ্গে, বাংলাপক্ষের দাবি বাঙালির আচার, অনুষ্ঠান, সংস্কার পালন করতে গেলে দুর্গাপূজা করার অনুমতি দিতেই হবে। দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। তাদের মতে, বাংলার দুর্গাপুজো শুধু ধর্মীয় বিষয় নয়। এরসঙ্গে ঐতিহ্য, ভালোবাসার অনুভূতি জড়িয়ে আছে। বাঙালির এই শ্রেষ্ঠ উৎসব থেকে সে রাজ্যের বাঙ্গালীদের কখনোই বঞ্চিত করা চলে না। এই সমস্ত বিষয় জানিয়ে যোগী আদিত্যনাথকে তাঁরা দিয়েছেন এই চিঠি। এই চিঠির একটি বয়ান তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দিয়েছেন। করোনা সংক্রমণ কালে সমস্ত রকম স্বাস্থ্য বিধি, সামাজিক দূরত্ব বিধি মেনেই দুর্গাপূজা করার অনুমতি চেয়েছেন তারা যোগী সরকারের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে গত বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এ বছরের দূর্গা পূজার সমস্ত পুজো কমিটিকে ৫০ হাজার টাকা করে অনুদান ও সেইসঙ্গে কমিটিগুলোকে দমকল, অন্যান্য কর মুক্তির কথা ঘোষণা করেছেন। সেই সঙ্গে রাজ্য সরকার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ বছরে পুজো কমিটিকে তাদের মোট বিদ্যুৎ বিলের ৫০% ছাড় দেয়া হবে।

গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় যে, করোনা পরিস্থিতিতে রাজ্যে ইতিমধ্যেই ২৫০০ কোটি টাকা খরচ করেছে। ফলে রাজ্য সরকার চলছে চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে। কিন্তু এর মধ্যেও পুজো কমিটিগুলির অসহায় অবস্থার কথা চিন্তা করে তাদেরকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে, এ বছর পুজোর আয়োজনকারী কমিটিগুলোকে কোন পূরকর বা পঞ্চায়েত করতে দিতে হবে না, দিতে হবে না দমকলের খরচও।

তবে, করোনা সংক্রমনের কারণে পুজো কমিটি গুলিকে বেশকিছু স্বাস্থ্যবিধি মেনে চলবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যেমন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, এ বছরের পুজো মণ্ডপ গুলি খোলামেলা ভাবে বানাতে হবে। মন্ডপ গুলিতে সর্বদা সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা করতে হবে। পুজোর ভলেন্টিয়ারদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া অঞ্জলি দান, সিঁদুর খেলা সমস্তকিছুই সচেতনভাবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই করতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!