এখন পড়ছেন
হোম > অন্যান্য > ভক্তদের জন্য বড়সড় সুখবর! করোনা জুজু উড়িয়ে পুজোর ৫ দিন কালীঘাট নিয়ে বিশাল বড় সিদ্ধান্ত!

ভক্তদের জন্য বড়সড় সুখবর! করোনা জুজু উড়িয়ে পুজোর ৫ দিন কালীঘাট নিয়ে বিশাল বড় সিদ্ধান্ত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিতে অনেকদিন ধরেই বন্ধ ছিল সমস্ত মন্দির প্রাঙ্গন সবকিছুই। ভক্তদের কাছে ঈশ্বর দর্শন করতে না পারাটা তাই অভিশাপের থেকে কোন অংশে কম ছিল না। তবে সম্প্রতি সুখবর পাওয়া গেছে কালীঘাট মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। সম্প্রতি তারা জানিয়েছে, দুর্গাপুজোয় ষষ্ঠী থেকে দশমী অবধি ভক্তদের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে মন্দিরের গর্ভগৃহ।

প্রসঙ্গত উল্লেখ্য, কালীঘাট কালীমন্দিরের কালী মূর্তিটি কষ্টিপাথরের নির্মিত। এই মূর্তির জিভ, দাঁত ও মুকুট সোনার। এছাড়া হাত ও মুণ্ডমালাটিও সোনার। মায়ের মুখে সন্তানদের প্রতি করুণা ধারা প্রকাশ পায়। মূর্তি দর্শনেই মায়ের জন্যে হৃদয়ে ভক্তির উদ্রেক হয়।

এই তীর্থের একটি মহিমা আছে। বলা হয়, এখনকার পীঠদেবী দক্ষিণাকালী এবং ভৈরব বা পীঠরক্ষক দেবতা নকুলেশ্বর। পৌরাণিক কিংবদন্তি অনুসারে, সতীর দেহত্যাগের পর তাঁর ডান পায়ের চারটি (মতান্তরে একটি) আঙুল এই তীর্থে পতিত হয়েছিল। তাই এটি একটি সতীপিঠ হিসেবেও প্রসিদ্ধ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা হয়, মন্দিরের মধ্যে একটি সিন্দুকে নাকি সতীর ওই প্রস্তরীভূত অঙ্গটি রক্ষিত আছে। তবে এটি কারোর সম্মুখে বের করা হয় না। এই মন্দির কলকাতার একটি প্রসিদ্ধ কালীমন্দির এবং একান্ন শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র। তাই এমন মন্দির আবার খোলার কথায় ভক্তদের মনে আশার আলো জেগেছে।

তবে এক্ষেত্রে প্রশ্ন উঠেছে কিভাবে পালন করা যাবে করোনা বিধি। তবে এক্ষেত্রে বলা হয়েছে, পুজোর পাঁচদিন খোলা থাকবে মায়ের মন্দিরের গর্ভগৃহ। কিন্তু প্রতি ক্ষেত্রেই ১০ জনের বেশি করে ভক্ত গর্ভগৃহে প্রবেশ করতে পারবে না। সেইসঙ্গে মানতে হবে সামাজিক দূরত্ব বিধিও। এছাড়া মুখে মাস্ক পরা সহ, হাত স্যানিটাইজ করার মত সমস্ত করোনা বিধি মেনে এবং ৬ ফুট দূরত্ব বজায় রেখে তবেই মন্দির দর্শন করা সম্ভব হবে।

তবে, যারা নাটমন্দির থেকে প্রতিমা দর্শন করবেন, তাদেরকে ৫ নম্বর গেট দিয়ে ঢুকতে হবে বলে জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে। তবে এক্ষেত্রে জানা গেছে, করোনা আবহে কালীঘাট মন্দির খোলা থাকলেও গর্ভগৃহ বন্ধ রাখা হয়েছে। তবে মাকে দর্শন করার ক্ষেত্রে বাঁধা নেই কোনো।

এছাড়া, পুজোয় ৫ দিন প্রথম দফায় সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাকে দর্শন করা যাবে। এছাড়া আবার বিকেল ৪টে থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে গর্ভগৃহ। সেক্ষেত্রে কালীঘাট মন্দিরের ২ নম্বর গেট দিয়ে ভক্তরা গর্ভগৃহে যেতে পারবেন। তবে ৬ ফুট দূরত্ব রেখে তবেই যেতে হবে। সেই সঙ্গে মানতে হবে করোনা সতর্কতাও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!