এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুর্গাপুজোতেই লুকিয়ে বড়সড় জনসংযোগের মন্ত্র! পিকের পরামর্শে এখন থেকেই আসরে তৃণমূল বিধায়করা!

দুর্গাপুজোতেই লুকিয়ে বড়সড় জনসংযোগের মন্ত্র! পিকের পরামর্শে এখন থেকেই আসরে তৃণমূল বিধায়করা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলতি বছর রাজ্য ও দেশজুড়ে করোনা সংক্রমণ অব্যাহত থাকায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান কাটছাঁট করা হয়। তাই এ বছর রাজ্যে দুর্গা পূজা অনুষ্ঠিত হতে পারবে কিনা যা নিয়ে দুশ্চিন্তা উঁকি দিচ্ছে অনেকের মনেই। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন আগে একটি ভুয়ো বার্তা পাওয়া গেছিল। যেখানে বলা হয়েছিল, এবারে দূর্গা পূজার দিনেও লকডাউন অব্যাহত থাকবে, রাত ভর চলবে কারফিউ, ফুল, বেলপাতা নিয়েও কেউ মণ্ডপে প্রবেশ করতে পারবেন না। সোশ্যাল মিডিয়ায় বার্তা পেয়ে অনেকেরই কপালে সংশয়ের ভাঁজ পরেছিল।

এরপর মহালয়ার আঙ্গিনায় একটি বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। টুইট করে জানিয়ে দিলেন যে, চলতি বছরের পুজো বিষয়ে সোশ্যাল মিডিয়াতে যে প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। মুখ্যমন্ত্রী টুইট করে লিখলেন, ” কোভিড-পরিস্থিতির কারণে বহু বিধিনিষেধে জড়িয়ে গিয়েছে আমাদের উৎসব। কিন্তু সে যাই হোক, পুজোর উদ্দীপনাকে কোনওভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।” মুখ্যমন্ত্রীর এই টুইট বার্তার পর থেকেই চলতি বছরের দুর্গাপুজো নিয়ে সমস্ত সংশয়, বিভ্রান্তি, জল্পনা দূর করতে এগিয়ে এলেন শাসকদলের বিধায়কেরা। রাজ্যবাসীর প্রতি তাঁদের আশ্বাসবার্তা, ” আমরা পাশে রয়েছি। প্রয়োজনে রয়েছি। মহামারীকে রুখে মহামায়ার আরাধনা হবেই। বাঙালির উৎসব-ঐতিহ্যে ছেদ নয়।” বিধায়কেরা কেউ টুইটারে, কেউবা ফেসবুক লাইভে, কেউ হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দূর্গাপূজা সম্পর্কে তাদের এই বার্তা পৌঁছে দিলেন সাধারণ মানুষের কাছে।

সূত্র থেকে জানা গেছে, চলতি বছরের দূর্গাপূজা বিষয়ে মুখ্যমন্ত্রীর এই ইতিবাচক বার্তা দেওয়ার পরই টিমপিকের তরফ থেকে শাসকদলের বিধায়কদের জন্য একটি বার্তার বয়ান তৈরি করে পাঠানো হয়েছে। যে বয়ানে বলা হয়েছে, ” এ বছরের পুজো একটু অন্যরকম। এবার সারা বিশ্বের সঙ্গে বাংলাও যুদ্ধ করছে কোভিড-১৯ মহামারীর সঙ্গে…। কিন্তু আমরা এমন একটি রাজ্য যারা সকল বাধা পার করতে জানে। এবারও আমরা সব বিপর্যয় কাটিয়ে উঠব। এই কঠিন সময়ে আমরা এমনকিছু করতে পারি যা সকলের মুখে হাসি ফোটাবে। অন্য বছরের মতো এবারের শারদোৎসবও আনবে সকলের জীবনে আনন্দের জোয়ার…। তাই আমাদের এই ‘মহালয়া প্রতিশ্রুতি—বাংলার কোনও বাড়ি পুজোর আনন্দ থেকে বঞ্চিত থাকবে না। আমি আছি পাশে। আপনি আছেন তো? ” পিকে টিমের কাছ থেকে এই বার্তার বয়ান পাবার পরই শাসক দলের বিভিন্ন বিধায়কেরা ভিডিও ফুটেজসহ সোশ্যাল মিডিয়ায় এই বার্তা প্রকাশ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ বছরের পুজো আয়োজন এর ব্যাপারেও পূজার উদ্যোক্তাদের বিভিন্নভাবে অভয় দিলেন তাঁরা। কারণ করোনা পরিস্থিতির মধ্যে পুজোর আয়োজন নিয়ে উদ্যোক্তাদের মধ্যে দুশ্চিন্তার শেষ নেই। স্বাস্থ্যবিধি, আচরণবিধির সমস্ত কিছু নিয়েই চরম দুশ্চিন্তায় আছেন উদ্যোক্তারা। শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে মেনেই করতে হবে পুজোর আয়োজন।

সম্প্রতি মুখ্যমন্ত্রী কিছুদিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। সফর শেষে উত্তরবঙ্গ থেকে ফিরে পুজো কমিটি গুলির সঙ্গে একটি বৈঠকের সম্ভাবনা আছে মুখ্যমন্ত্রীর। সেই বৈঠকে করোনা কালীন পরিস্থিতিতে কীভাবে পুজোর আয়োজন করা হবে, তার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন বলে সম্ভাবনা আছে।

আবার শাসক দলের বহু বিধায়ক দূর্গা পূজার সঙ্গে যুক্ত আছেন। জন সংযোগ বাড়াতে অনেকেই তাঁরা বিভিন্ন ক্লাবের দুর্গাপূজার উদ্যোক্তা। কেউবা পরোক্ষ ভাবেও যুক্ত আছেন বিভিন্ন পুজো কমিটির সঙ্গে। দুর্গাপূজা নিয়ে মানুষের মধ্যে সম্প্রতি যে বিভিন্ন রকম বিভ্রান্তি ও সংশয় তৈরি হয়েছিল গত শুক্রবার শাসক দলের জনৈক বিধায়ক সে প্রসঙ্গে জানালেন, ” বিভ্রান্তি ও সংশয়ের কোনও প্রশ্নই নেই। আগেও ছিল না। কোভিডের চোখরাঙানি উপেক্ষা করে বাংলায় পুজো হবেই।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!