এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শারদোৎসবকে কাজে লাগাতে জোর কদমে মাঠে নামছে তৃণমূল বিজেপি!উদেশ্য ২০২১ বিধানসভা !

শারদোৎসবকে কাজে লাগাতে জোর কদমে মাঠে নামছে তৃণমূল বিজেপি!উদেশ্য ২০২১ বিধানসভা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। তবে করোনা সংক্রমনের মধ্যে এবছর পূজার অনুষ্ঠান আদৌ হবে কিনা, তা নিয়ে সংশয় ছিল অনেকের মনেই। শেষ পর্যন্ত আড়ম্বরের কিছুটা ঘাটতি রেখেই, পুজোর অনুষ্ঠানের অনুমতি দিয়েছে রাজ্য সরকার। এদিকে সামনেই রয়েছে আগামী বিধানসভা নির্বাচন। রাজ্যের শাসকদল তৃণমূল ও প্রধান বিরোধী দল বিজেপি পুজোকে ব্যবহার করে জনসংযোগ বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। দুদলের পক্ষ থেকেই একাধিক পরিকল্পনা ও পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জনসংযোগ বাড়াতে রাজ্যের বিভিন্ন পুজো কমিটিগুলিকে ইতিমধ্যেই ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে রাজ্য সরকার। এর ফলে এক ধাক্কায় অনেকদূর এগিয়ে গেছে শাসকদলের জনসংযোগ। এই অবস্থায় দলের জনসংযোগ গড়ে তুলতে একাধিক পরিকল্পনা নিল বীরভূম জেলা বিজেপি শিবির।

বীরভূম জেলা বিজেপি সূত্রের খবর, পুজোর সময় জেলার সমস্ত পুজো কমিটির কাছে যাবেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। সকলকে পুজোর শুভেচ্ছা জানানো হবে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, জেলার বেশকিছু পুজোমণ্ডপে বিজেপির স্টল রাখা হবে। যেখানে থাকবে বিজেপি ব্যানার। বিজেপি সদস্যেরা স্টল থেকে বিভিন্ন বিষয়ে লিফলেট বিলির সিদ্ধান্ত নিয়েছেন। কেন্দ্রীয় কৃষি বিল কৃষকদের উন্নয়নের কতটা সহায়ক হবে সে সম্পর্কে বিস্তারিত ভাবে জানানো হবে। ইতিমধ্যেই বেশ কিছু লিফলেট রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে তাদের কাছে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন তাঁরা।

অন্যদিকে বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির বিষয়েও প্রচার করা হবে। কেন্দ্রের বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মসূচিতে মানুষ কিভাবে উপকৃত হয়েছে সেগুলোর প্রচার করা থাকবে। সেই সঙ্গে কেন্দ্রের কোন কোন প্রকল্প রাজ্য সরকার নিজের প্রকল্প বলে প্রচার করেছে সেগুলোরও উল্লেখ করা থাকবে লিফলেটে। এছাড়া রাজ্য সরকারের বিভিন্ন রকম ভুল ত্রুটিরও উল্লেখ করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, সমস্ত পূজামণ্ডপে বিজেপির স্টল থাকবে না। সেখানে বিজেপির কর্মীরা ঘুরে ঘুরে লিফলেট বিলির কাজ করবেন। আবার কোন পুজো কমিটি কোন সমস্যায় পড়লে, তাদের পাশে দাঁড়াবে বিজেপি নেতৃত্ব। এ প্রসঙ্গে বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল জানালেন,
” আমরা প্রত্যেক এলাকার স্থানীয় নেতাদের বলেছি পুজো কমিটির সঙ্গে দেখা করতে। তাঁদেরকে পুজোর শুভেচ্ছা জানানোর জন্য। তাছাড়া গ্রামের দিকে আমরা মাস্কও বিলি করব।’’

এদিকে তৃণমূলও চুপ করে বসে নেই। তৃণমূলের পক্ষ থেকেও বিভিন্ন পূজা কমিটিগুলোকে পূজার শুভেচ্ছা বানাতে অনেক কার্ড ছাপানো হয়েছে।বীরভূম জেলা তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইতিমধ্যেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ও জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ ছাপিয়েছেন কয়েক হাজার কার্ড। আবার করোনার সতর্ক বার্তা প্রচার করতে সমস্ত মণ্ডপে উপস্থিত হবেন তৃণমূলের নেতা-কর্মীরা। মাস্ক, স্যানিটাইজারের প্রয়োজন হলে সেগুলি মণ্ডপে বিলি করবেন তৃণমূল নেতারা। বীরভূম জেলা তৃণমূল সহ সভাপতি অভিজিৎ সিংহ এ প্রসঙ্গে জানালেন, ” উৎসব থাকুক, উৎসবে আনন্দও থাকুক। কিন্তু উৎসব পালন করতে গিয়ে মানুষ অতিমারির কবলে যেন না পড়েন সেই জন্য আমাদের দলের তরফে প্রচার করা হবে।’’

প্রসঙ্গত পুজো মিটে গেলেই আগামী নির্বাচনের প্রস্তুতি ও প্রচারে ঝাঁপিয়ে পড়তে চলছে এই দুই রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপি। তাই পুজোর সুযোগেকে সদব্যবহার করে জনসংযোগ ও গনভিত্তি বাড়ানোর বিশেষ পরিকল্পনা নিয়েছে এই দুই দল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!