এখন পড়ছেন
হোম > রাজ্য > দুর্গাপুজোয় তিতলির ভ্রুকুটি থাকলে – কালীপূজা আসতে পারে আরেক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘গাজা’

দুর্গাপুজোয় তিতলির ভ্রুকুটি থাকলে – কালীপূজা আসতে পারে আরেক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ‘গাজা’


পুজোর মুখে তিতলি অনেকটাই বিব্রত করেছিল রাজ্যবাসীকে।যদিও পুজোর কটা দিন তবুও স্বস্তি দিয়েছিল তিতলি। কিন্তু আলোর উৎসব দীপাবলির আগে ফের দুর্যোগের ঘনঘটা বাংলার আকাশে। আবারও ভিলেন সেই নিম্নচাপ। ‘তিতলি’র পর যে ‘গাজা’ ধেয়ে আসতে পারে এমন পূর্বাভাস অনেক আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া সেই নিম্নচাপ লক্ষ্মীপুজোর আগেই হানা দিয়ে পারে বাংলার উপকূলে। আবহবিবদের বার্তা, এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তাহলেই কোজাগরীর চন্দ্রালোকিত রাতে ঘনিয়ে আসবে ঘোর অন্ধকার।

কী পূর্বাভাস দিচ্ছে আবহবিদরা?
তিতলি বিদায়ের পরই আবহ আধিকারিকরা জানিয়েছিল, বঙ্গোপসাগরে আবারও বাসা বাঁধতে পারে নিম্নচাপ । এই উত্‍সবের মরশুমেই ধেয়ে আসতে পারে নিম্নচাপের ঘনঘটা। যার জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে রাজ্যজুড়ে।এমনকি বইতে পারে ঝোড়ো হাওয়া।

তবে আবহাওয়া দফতরের আধিকারিকদের মতে, এবারের নিম্নচাপ বাংলার থেকে বেশি প্রভাব ফেলতে পারে প্রতিবেশী ত্রিপুরা ও মিজোরামে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা প্রভাব পড়তে পারে। কিন্তু ব্যাপকভাবে পশ্চিমবঙ্গে জেলাগুলি প্রভাবিত হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।
পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপ অক্ষরেখার হদিশ মিলেছে ২১ থেকে ২২ অক্টোবরের মধ্যেই আন্দামান সাগরে তা ঘনীভূত হতে পারে। ২৩ থেকে ২৬ অক্টোবরের মধ্যে এই নিম্নচাপ চট্টগ্রাম ও মায়ানমারে প্রবেশ করতে পারে।

এবারের নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে তার প্রভাব ব্যপক ভাবে পরবে বাংলাদেশ ও মায়ানমারে। প্রথম বাংলাদেশ ও তারপর মায়ানমারের বিস্তীর্ণ অঞ্চলে ঝড়-বৃষ্টি হবে। সেই ঝড়ের গতিবেগ হবে ঘন্টায় ৫৫ কিলোমিটার থেকে ১০০ কিলোমিটার। বাংলাদেশ ও মায়ানমারের উপকূল ধরে এই ঘূর্ণিঝড় হানা দিতে পারে মিজোরাম ও ত্রিপুরায়।

নিম্নচাপ ঘনীভূত হলে ২৩ থেকে ২৬ অক্টোবরের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনাতেও। তবে এই নিম্নচাপের প্রভাব অন্যান্য জেলায় যাওয়ার সম্ভাবনা খুবই কম।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে উত্তর-পূর্ব ভারতে ব্যপক বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে ত্রিপুরা ও মণিপুরে প্রবল বর্ষণ সম্ভাবনা রয়েছে। হতে পারে ঝড়ও। ঝড়ের সঙ্গে বর্ষণ প্রবল আকার ধারন পারে উত্তর-পূর্ব ভারতের অন্য রাজ্যগুলিতেও। এমনিতেই ধসে নদীর স্রোত আটকে বিপত্তি বেধে রয়েছে অসমে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!