এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘দূর্গাপূজো করতে বাধা দেওয়া হচ্ছে’ তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মোদী!

‘দূর্গাপূজো করতে বাধা দেওয়া হচ্ছে’ তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মোদী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বঙ্গ বিজেপির পক্ষ থেকে মাঝেমধ্যেই অভিযোগ করা হয়, রাজ্যে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে খুশি রাখবার জন্য তোষণের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এক্ষেত্রে বারংবার দুর্গাপূজা থেকে শুরু করে সরস্বতী পুজোতে বাধাদানের অভিযোগে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। আর বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ তোলা হলে সুকৌশলে যে গেরুয়া শিবির হিন্দু ভোটব্যাংকে নিজেদের দিকে টানার চেষ্টা করছে, সেই ব্যাপারে নিশ্চিত হয়ে যায় বিশেষজ্ঞরা।

তবে এতদিন বঙ্গ বিজেপির নেতারা রাজ্য তৃণমূল সরকারের বিরুদ্ধে এই অভিযোগ তুললেও, এবার সরাসরি রাজ্যে এসে সেই একই অভিযোগ তুলে ঘাসফুল শিবিরের অস্বস্তি বাড়িয়ে দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে বাংলায় দূর্গাপূজো করতে বাধা দেওয়া হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। সূত্রের খবর, আজ ডানলপের সাহাগঞ্জের একটি জনসভায় উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আর সেখানেই বক্তব্য রাখতে উঠে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করতে দেখা যায় তাকে। বাংলার শ্রেষ্ঠ উৎসব শারদোৎসবের কথা তুলে ধরে ঘাসফুল শিবিরকে কাঠগড়ায় দাঁড় করান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বাংলায় দূর্গাপূজো করতে বাধা দেওয়া হচ্ছে। তোষণ এবং ভোটব্যাঙ্কের রাজনীতি চলছে। বাংলার উন্নয়ন নিয়ে রাজনীতি করা হচ্ছে।” বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী এই কথা বলে আদতে তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি দ্বিগুণভাবে বাড়িয়ে দিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সামনে নির্বাচন। তার আগে তৃণমূল কংগ্রেস চাইছে, সমস্ত সম্প্রদায়ের ভোট নিজেদের দিকে টানতে। সেদিক থেকে এতদিন সংখ্যালঘু ভোট তৃণমূলের প্রধান সম্ভব হলেও এবার সেই ভোটে থাবা বসাতে চলেছে একাধিক সংখ্যালঘু দল। স্বভাবতই হিন্দু ভোট তৃণমূল কংগ্রেসের দিকে যদি না থাকে, তাহলে তারা কিভাবে রাজ্যের ক্ষমতা দখল করবে, তা নিঃসন্দেহে প্রশ্নের বিষয়। আর এই পরিস্থিতিতে বাংলা শারদ উৎসবে বাধা দেওয়া হচ্ছে বলে হিন্দু সম্প্রদায়ের মানুষের মনে তৃণমূলের বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা করলেন প্রধানমন্ত্রী বলেই মনে করছেন একাংশ।

অনেকে বলতে শুরু করেছেন, প্রধানমন্ত্রীর এবার পাখির চোখ বাংলা দখল। সেই কারণে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই তার বঙ্গ সফর বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে নির্বাচনের দিন ঘোষণা হতে যখন কিছু সময় বাকি, তখন রাজ্যে এসে দুর্গাপুজোয় বাধা দেওয়া হচ্ছে বলে কার্যত শোরগোল তুলে দিলেন দেশের প্রশাসনিক প্রধান।

আর বঙ্গ বিজেপির সুরে সুর মিলিয়ে প্রধানমন্ত্রীর গলাতেও তৃণমূল সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ যে যথেষ্ট বেকায়দায় ফেলে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, প্রধানমন্ত্রীর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!