এখন পড়ছেন
হোম > জাতীয় > দুর্গাপুজো মিটতেই লকডাউন নিয়ে বড়সড় ঘোষণা কেন্দ্রের! জেনে নিন মোদী সরকারের নতুন সিদ্ধান্ত

দুর্গাপুজো মিটতেই লকডাউন নিয়ে বড়সড় ঘোষণা কেন্দ্রের! জেনে নিন মোদী সরকারের নতুন সিদ্ধান্ত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে দেশজুড়ে চলছে নিউ নর্ম্যাল পরিস্থিতি। যদিও দেশে করোনা সংক্রমণ কিন্তু যথেষ্ট আতঙ্ক জাগাচ্ছে চিকিৎসক মহলে। আপাতত দুর্গাপূজো শেষ। সামনে আসছে দিপাবলী। করোনার প্রথম থেকেই দেশজুড়ে শুরু হয়েছিল লকডাউন। চার দফা লকডাউন কাটিয়ে তারপর থেকে চলছে আনলক পর্ব। অক্টোবর মাসে আনলক ফাইভের নিয়মকানুন শেষ হলে অনেকেই মনে করছিলেন নভেম্বর মাসে হয়তো কেন্দ্রীয় সরকার নতুন গাইডলাইন নিয়ে আসতে পারে। কিন্তু মোদি সরকার নতুন সিদ্ধান্ত রূপে আনলক ফাইভ এর গাইড লাইনকেই আগামী 30 নভেম্বর পর্যন্ত অপরিবর্তিত রাখছে বলে জানা গেছে।

অনেকেই ভেবেছিলেন, নভেম্বর মাসে দীপাবলি উপলক্ষে নিয়মে হয়তো বেশ কিছু বদল আসতে পারে। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক একই রকম কড়াকড়ি বজায় রাখলেন। গাইডলাইন অনুযায়ী নতুন করে কোনো রকম লকডাউন হবে না ঠিকই, তবে কনটেইনমেন্ট জোনগুলোতে একই রকম লকডাউন থাকবে। দোকান, বাজার, শপিং মল আনলক ফাইভের নিয়ম অনুযায়ী খোলা থাকছে। জরুরী পরিষেবা চলবে নিয়ম অনুযায়ী। তবে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত বদলের কথা আগেও বলা হয়েছে, আবারও নতুন করে জানানো হল। আনলক ফাইভ এর গাইডলাইন অনুযায়ী কেউ যদি আন্তর্জাতিক সফর করতে চায়, তাহলে তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি নিতে হবে বলে জানা গিয়েছে।

পর্যটন ছাড়া যে কোনো জরুরি প্রয়োজনে ভারতে আসতে পারেন বিদেশীরা। এছাড়া নতুন করে সুইমিং পুলে এবার ছাড় পাওয়া গেছে। ব্যবসায়ীদেরও বিভিন্ন বিষয়ে ছাড় দেওয়া হচ্ছে। সিনেমা, থিয়েটার হল খুলে দেওয়া হয়েছে আনলক ফাইভেই। তবে সেক্ষেত্রে নির্দেশ আছে শুধুমাত্র 50% আসনেই দর্শক থাকবে দূরত্ত্ববিধি মেনে। তবে সমস্ত ক্ষেত্রে মাস্ক ব্যবহার আবশ্যিক করা হয়েছে। বয়স্ক মানুষ, অন্তঃসত্ত্বা মহিলা এবং 10 বছরের কম বয়সী শিশুদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনোর ওপর নিষেধাজ্ঞা জারি করা আছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। আরোগ্য সেতু ইন্সটল করার কথা বলা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রত্যেকটি রাজ্যের অন্তর্বর্তী পরিবহণও সচল থাকবে। দেশের মধ্যে পরিবহণ চলবে নিয়মমাফিক। তবে নভেম্বর মাসে নতুন কোন শিথিলতা এখনো পর্যন্ত ঘোষণা করেনি কেন্দ্রীয় সরকার। পঞ্চম পর্যায়ের আনলকে সামাজিক, খেলা, বিনোদন, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ধর্মীয় সমাবেশের ওপর ছাড় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে উপস্থিতির সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে করোনা বিধি মেনে চলা আবশ্যিক। ইতিমধ্যেই সারা দেশজুড়ে করোনা সংক্রমণ 80 লক্ষ পার করে ফেলতে চলেছে। তবে গত কয়েকদিনে দৈনিক সংক্রমণ বেশ কিছুটা কমেছে বলে জানা যাচ্ছে। দৈনিক সংক্রমণের হার এক লাখ থেকে নেমে এসেছে 30 হাজারে।

বিশেষজ্ঞদের মতে, করোনাবিধি কড়াভাবে মেনে চললে পরিস্থিতি আয়ত্তে আসতে পারে। তবে আনলক ফাইভ এর নিয়ম অনুযায়ী সাধারণ মানুষ কিন্তু অনেক বেশি রাস্তায় নামছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক দুর্গাপূজায় দেখা গেছে দর্শনার্থীরা কিন্তু মাস্কের ব্যবহার একেবারেই মাথায় রাখেন নি। যথারীতি শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়মও পেছনের সারিতে চলে গেছে। এই অবস্থায় সংক্রমণ বেড়ে চলার দিকেই ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে দীপাবলীর আগে নতুন করে কোনো রকম শিথিলতা জারি না করে কেন্দ্রীয় সরকার যে যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিল সে ব্যাপারে নিশ্চিত সবাই। আপাতত নভেম্বর মাসের পর নতুন কোন নির্দেশিকা আসে কিনা, সেদিকেই এখন লক্ষ্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!