এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দুর্গাপুজো নিয়ে ভুয়ো খবর! প্রচন্ড ক্ষিপ্ত মমতা দিলেন একশোবার সকলের সামনে ওঠবোস করার নিদান!

দুর্গাপুজো নিয়ে ভুয়ো খবর! প্রচন্ড ক্ষিপ্ত মমতা দিলেন একশোবার সকলের সামনে ওঠবোস করার নিদান!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগে চলতি বছরের দূর্গা পূজার সময়ের জন্য সরকারি বিধি নিষেধের বিষয়ে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় পাওয়া গিয়েছিল। নিমেষের মধ্যে এই পোস্টটি ভাইরাল হয়ে গিয়ে জনগণের হাতে হাতে পৌঁছে যায়। এই পোস্টে বলা হয়েছিল যে, রাজ্য ও দেশব্যাপী করোনা সংক্রমনের কারণে এ বছর দুর্গাপূজাতেও লকডাউন জারি থাকবে। দুর্গাপূজার সময় কাউকে রাস্তায় বের হতে দেয়া হবে না। সারা রাত সারারাত ব্যাপী জারি থাকবে কারফিউ।

সম্প্রতি আগামী দুর্গাপূজায় সংক্রান্ত বিধি নিষেধের এই পোস্টটিকে সম্পূর্ণ ভুয়ো বলে জানাল কলকাতা পুলিশ। কিন্তু পোস্টটি অতিদ্রুত অসংখ্য পরিমাণে মানুষের কাছে ছড়িয়ে পড়েছে যে, তা নিয়ে চিন্তিত পুলিশ মহল। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল মঙ্গলবার পুলিশ দিবস অনুষ্ঠানে জানালেন যে, ভুয়ো খবরকে ভাইরাল হওয়া থেকে রোধ করতে আরও বেশি কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগকে। এ প্রসঙ্গে তিনি আরো জানান যে, এই বিভাগের যিনি ভালো কাজ করবেন তাঁকে সম্মানিত ও পুরস্কৃত করবে রাজ্য সরকার।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরো জানালেন যে, রাজ্য পুলিশের সাইবার ক্রাইম বিভাগে পূর্বের তুলনায় আরও সক্রিয়ভাবে নিজের কর্তব্য পালন করতে হবে। প্রসঙ্গত, তথ্য প্রযুক্তি বিষয়ে পাঠরত ও বিশ্বস্ত ছাত্র-ছাত্রীদের এই বিভাগে ইন্টার্ন হিসেবে কাজ করানোর নির্দেশ দিলেন তিনি। এ ক্ষেত্রে তথ্য প্রযুক্তির শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, তেমনি এই দপ্তরের কর্মগত উৎকর্ষতাও অনেক বৃদ্ধি পাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট এর বিষয়ে মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ হয়ে জানালেন, ” “সাইবার ক্রাইম নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে হবে পুলিশকে। ছড়িয়ে দেওয়া হয়েছে, দুর্গাপুজোর সময় কাউকে রাস্তায় বেরোতে দেওয়া হবে না। সারারাত কার্ফু থাকবে। আমি বলি এরা কোন হরিদাস, অর্ধশিক্ষিত? দুর্গাপুজো নিয়ে যারা বড় বড় কথা বলছে এবং দাঙ্গা করার চেষ্টা করছে, তারা রেহাই পাবে না। যেখান থেকে ভুয়ো খবর ছড়িয়েছে, তাদের কান ধরে একশোবার সকলের সামনে ওঠবোস করাবে, দেখতে চাই। অহঙ্কারী, ঔদ্ধত্য, পাষণ্ড, নির্লজ্জ, নৃশংস, শোষণের দল। সরকার দুর্গাপুজো নিয়ে বৈঠক এখনও করেনি। অতিমারি চলছে, কী পরিস্থিতি জানি না। আগেও ভুয়ো কাগজ ছাপিয়ে আমার নামে বলা হয়েছিল, নির্বাচনে জিতলে নাকি সব হিন্দুদের বাংলা থেকে তাড়িয়ে দেব! এরা ভয়ঙ্কর।”

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট রুখতে মুখ্যমন্ত্রী বেশ কিছু নির্দেশ দিয়েছেন। সাইবার ক্রাইম বিভাগকে তিনি পূর্বের কোন অপরাধের তথ্য সামনে এনে আবার নতুন করে যাচাই করার নির্দেশ দিলেন।সেই সঙ্গে নির্দেশ দিলেন, রাজ্য সরকারের কোন দপ্তরের নামে যদি কোন ভুল বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয় তবে সংশ্লিষ্ট দপ্তর কে তৎক্ষণাৎ সে সংক্রান্ত সঠিক বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে। যাতে মানুষের মধ্যে কোন বিভ্রান্তি না ছড়ায়। মুখ্যমন্ত্রী আরো নির্দেশ দিলেন, “ প্রত্যেক আইসিকে সাইবার ক্রাইম অভিযোগ গুরুত্ব দিয়ে দেখতে হবে। রাজ্য মহিলা কমিশন এ ব্যাপারে সরকারকে বলেছে।’’

অন্যদিকে, রাজ্য সরকার ধারণা আনলক পর্বে ট্রেন চালু হলে অপরাধীদের দৌরাত্ম্য আরো বৃদ্ধি হওয়ার আশঙ্কা আছে। তাই স্টেশন, বিমানবন্দর প্রভৃতি এলাকাগুলিতে আরো বেশি করে পুলিশি নজরদারি নির্দেশ দেয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!