এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দুর্গাপুজোর মধ্যেও বাংলায় বিধানসভার লক্ষ্যে বড়সড় সাংগঠনিক পদক্ষেপ নিতে চলেছে বিজেপি?

দুর্গাপুজোর মধ্যেও বাংলায় বিধানসভার লক্ষ্যে বড়সড় সাংগঠনিক পদক্ষেপ নিতে চলেছে বিজেপি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনটি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচনে বিজেপি রাজ্যকে গেরুয়া চাদরে মুড়ে দিতে বিশেষভাবে তৎপর। আবার, ২০১৯ এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ভালো ফল করেছিল বিজেপি। উত্তরবঙ্গের প্রায় সবকটি আসন চলে গিয়েছিলো বিজেপির হাতে। আলিপুরদুয়ার জেলাতেও বিশেষভাবে সফল হয়েছিল বিজেপি।

আগামী বিধানসভা ভোটে লোকসভার ভোটের জয়ের ধারাকে বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিল আলিপুরদুয়ার জেলা বিজেপি। গত ২০১৯ এর লোকসভা ভোটে আলিপুরদুয়ারে প্রায় আড়াই লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করে বিজেপি। তারপর থেকে জেলা বিজেপির সংগঠন যথেষ্ট শক্তিশালী হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে ভালো ফল লাভ করতে বিশেষভাবে সচেষ্ট বিজেপি। বিজেপির লক্ষ্য আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে এই জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রই যাতে বিজেপির হাতে আসে।

আগামী নির্বাচনে বিশেষ সাফল্য পেতে জেলা জুড়ে সংগঠনের কাজ আরম্ভ করে দিয়েছে বিজেপি। বিধানসভা নির্বাচনের সাফল্য লাভের জন্য বিজেপি শিবিরের বিধানসভার সংযোজকের নিয়ে বিধানসভা ভিত্তিক ভোট পরিচালনা কমিটি তৈরীর পরিকল্পনা করা হয়েছে। আগামী ৩০ সে অক্টোবর মধ্যে এই কমিটি গঠনের কাজ শেষ করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে জেলা নেতৃত্বের পক্ষ থেকে। প্রসঙ্গত গত ২০১৬ সালের বিধানসভা ভোটে আলিপুরদুয়ার জেলায় পাঁচটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল জয়লাভ করে চারটিতে, একটিতে জয়লাভ করে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল জয়লাভ করেছিল কালচিনি, কুমারগ্রাম, ফালাকাটা, আলিপুরদুয়ার আসনে। বিজেপি জয়লাভ করেছিল মাদারিহাট বিধানসভা কেন্দ্রটিতে। তবে, কালচিনির তৃণমূল বিধায়ক উইলসন চম্প্রমারি গতবছর যোগদান করেছেন বিজেপিতে। আবার, ফালাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অনিল অধিকারীর মৃত্যু ঘটেছে। তাই এই বিধানসভা আসনটি সম্প্রতি শূন্য হয়ে আছে।

আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা জানালেন যে, গত লোকসভা ভোটে এই জেলায় ব্যাপক সাফল্য পেয়েছিল বিজেপি।আগামী বিধানসভা নির্বাচনে জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রেই জয়লাভের চেষ্টা করছে বিজেপি। একারণে বিজেপির বিধানসভার সংযোজকের নির্বাচন পরিচালনা কমিটি তৈরি করে ভোটের প্রচারে নেমে পড়ার নির্দেশ জেলা বিজেপির পক্ষ থেকে দেওয়া হয়েছে ।

বিধানসভা ভিত্তিক ভোট পরিচালনা কমিটি গঠনের কাজ শুরু করে দেওয়া হয়েছে। এই কমিটির দায়িত্বে আছেন জয়ন্তকুমার রায়, বাবুলাল সাহা, রামবিলাস গোয়েল, জয় সূত্রধর, কৃপাশঙ্কর জয়সওয়াল প্রমুখরা। সম্প্রতি এই কমিটি গঠনের কাজ জোরকদমে চলছে। বিজেপি যেমন আগামী বিধানসভা নির্বাচনে এই জেলায় বাজিমাত করার বিশেষ উদ্যোগ নিয়েছে। তেমনি নির্বাচনের ব্যাপক প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসকদল তৃণমূলও। তৃণমূলের নতুন জেলা কমিটিও গঠন করা হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!