এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুর্গাপুজোর স্বীকৃতির কৃতিত্ব মমতার নয়, রাজ্যের অস্বস্তি বাড়ালেন সুকান্ত!

দুর্গাপুজোর স্বীকৃতির কৃতিত্ব মমতার নয়, রাজ্যের অস্বস্তি বাড়ালেন সুকান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ইউনেস্কোর তরফে বাংলার দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ার কারণে বৃহস্পতিবার গোটা রাজ্য জুড়ে বর্ণাঢ্য মিছিল করা হয়েছে। যেখানে কলকাতায় সেই মিছিলে পা মিলিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বাংলার দুর্গাপুজোর ঐতিহ্যের কথা তুলে ধরেছেন তিনি। বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সমস্ত দুর্নীতি থেকে নজর ঘোরাতেই এই কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। আর এই পরিস্থিতিতে এবার ইউনেস্কোর তরফে বাংলার দূর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ার এই কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “মুখ্যমন্ত্রী কৃতিত্ব চুরি করার চেষ্টা করছেন। বাংলার দুর্গাপূজো নিয়ে গবেষণা করেছেন বাংলার এক গবেষিকা। আর তার সেই বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে এসেছে। আর সেই মতো করেই ইউনেস্কোর কাছে এই বিষয়টি তুলে ধরা হয়েছিল। আর তারপরেই বাংলা দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই এই কৃতিত্ব কোনোভাবেই মুখ্যমন্ত্রী হতে পারে না। এই কৃতিত্ব সেই গবেষিকার।”

অর্থ্যাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী যেভাবে বাংলার দুর্গা পুজো নিয়ে গর্ব করছেন এবং কৃতিত্ব তুলে ধরার চেষ্টা করছেন, তা কার্যত খণ্ডন করার চেষ্টা করলেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বুঝিয়ে দিলেন, এই কৃতিত্ব কোনোমতেই মুখ্যমন্ত্রী হতে পারে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!