এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দুর্গাপুজোয় তৃণমূলকে টক্কর দিতে তৃতীয়াতেই কলকাতায় পা রাখতে চলেছেন অমিত শাহ – জেনে নিন বিস্তারিত

দুর্গাপুজোয় তৃণমূলকে টক্কর দিতে তৃতীয়াতেই কলকাতায় পা রাখতে চলেছেন অমিত শাহ – জেনে নিন বিস্তারিত


একসময় সপ্তমী থেকে বাংলায় দুর্গাপূজা শুরু হত। কিন্তু কালের নিয়মে এখন সেই পুজো প্রথমা বা দ্বিতীয়া থেকেই শুরু হয়ে যায়। তথ্যপ্রযুক্তি, ইন্টারনেটের যুগে রাজ্যে পরিবর্তন আসার সাথে সাথে প্রথমা, দ্বিতীয়া কিংবা তৃতীয়ার দিন থেকেই বিভিন্ন পূজামন্ডপে উদ্যোক্তারা হেভিওয়েটদের দিয়ে তাদের পুজো উদ্বোধন করাতে ব্যস্ত হয়ে পড়েন। ফলে পুজো উদ্বোধন হয়ে গেলেই ঠাকুর দেখার হিড়িক পড়ে যায়। সেক্ষেত্রে পুজো উদ্বোধনটা সত্যিই বাংলায় এখন একটা বড় ব্যাপার।

আর সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে যখন বাংলায় বিজেপি ভালো ফল করেছে, ঠিক তখনই বাংলার সবথেকে প্রিয় উৎসব শারদোৎসবকে পাখির চোখ করে তাঁরা বাংলার এই উৎসবে শামিল হবেন, এটাই স্বাভাবিক। আর তাই তো আসন্ন দেবীপক্ষে তৃতীয়া কিংবা পঞ্চমীর দিন শহরে পা রাখতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সূত্রের খবর, সোমবার রাজ্য বিজেপি দপ্তরে অমিত শাহের অফিস থেকে একটি সম্ভাব্য সূচি এসেছে। যেখানে আগামী ১ কিংবা ৩ অক্টোবর শহরে পুজো দেখতে আসতে পারেন অমিত শাহ বলে জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত সপ্তাহেই রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে নিজের বাড়িতে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলার দুর্গাপুজো নিয়ে বাড়তি আগ্রহ দেখিয়ে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এমনকি পুজোর সময় কলকাতার ঠাকুর দেখেননি বলেও আক্ষেপ করতে দেখা যায় তাকে। আর দলের সর্বভারতীয় সভাপতির মুখ থেকে এই কথা শুনেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আসন্ন শারদোৎসবে বাংলার পুজো দেখার জন্য অমিত শাহকে আমন্ত্রণ জানান। আর রাজ্য বিজেপির সভাপতির এই প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গেই তাতে সম্মতি জানাতে দেখা যায় বিজেপির সর্বভারতীয় সভাপতিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু দলের সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় পুজোর সময় আসবেন, অথচ শুধুই পুজো পরিদর্শন করবেন, তা কি হয়! আর তাই এবার কলকাতার দুই-একটি পুজোর উদ্বোধন সেই অমিত শাহকে দিয়ে করাতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, টালিগঞ্জ, গড়িয়াহাট, বাগবাজার, শিয়ালদহ, নিমতলাঘাট সহ কয়েকটি অঞ্চলের নামী পুজো উদ্যোক্তাদের আবেদন জমা পড়েছে বিজেপি অফিসে। তারা অমিত শাহকে উদ্বোধক হিসেবে চাইছে। তবে শেষ পর্যন্ত কোন ক্লাবের ভাগ্য খোলে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

অন্যদিকে, রাজ্য বিজেপি নেতৃত্ব চাইছেন ১ অক্টোবরের মধ্যেই কলকাতায় পুজো উদ্বোধনের পাঠ চুকিয়ে দিন সর্বভারতীয় সভাপতি। কেননা তৃতীয়া-চতুর্থী থেকে শহর জুড়ে ঠাকুর দেখার ঢল নামে। কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রীর পক্ষে ওই ভিড়ে ঠাসা রাস্তায় চলাফেরা কঠিন হয়ে পড়বে। তাই ৩ অক্টোবর পঞ্চমীর দিন অমিত শাহকে চাইছে না বঙ্গ ব্রিগেডের শীর্ষ নেতৃত্ব। আর শুধু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নয়, এবারের বাংলায় দুর্গাপুজোতে দেখা যেতে পারে বিজেপির এক ঝাঁক হেভিওয়েট নেতা মন্ত্রীদের। মেদিনীপুর, বসিরহাট, বারাকপুর, বারাসত, দমদম সহ আরও বেশ কয়েকটি জেলা থেকে বিজেপি নেতাদের দিয়ে পুজো উদ্বোধনের আবেদন জমা পড়েছে।

উদ্বোধকের তালিকায় রয়েছেন– কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী প্রমুখ। এছাড়াও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও একাধিক পুজোর ফিতে কাটবেন। সব মিলিয়ে এবার বাংলায় দুর্গাপুজোয় পদ্ম ফোটাতে আসরে নামছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!