এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দুর্ঘটনাগ্রস্ত রেলযাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে এবার বিশেষ প্রয়াস রাজ্য সরকারের

দুর্ঘটনাগ্রস্ত রেলযাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে এবার বিশেষ প্রয়াস রাজ্য সরকারের


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির দৌমহনীতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে গৌহাটি বিকানের এক্সপ্রেস। ইতিমধ্যেই ৯ মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। দুর্ঘটনার সময় ট্রেনে ১০৫৩ জন যাত্রী ছিলেন। আর দুর্ঘটনাগ্রস্ত কামরা গুলিতে ৫৭৫ জন যাত্রী ছিলেন। ৪২ জন যাত্রী আহত। তার মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক। এবার অন্যান্য যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সরকারের নির্দেশ পাওয়ার পরই এ কাজে ঝাঁপিয়ে পড়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। গতকাল রাত থেকেই এই কাজে নেমে পড়েছে এনবিএসটি সি। এখনো পর্যন্ত ১০০ জনেরও বেশি যাত্রীকে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দিতে পেরেছে এনবিএসটিসি। এখনো পর্যন্ত ৪০ টি বাস এ কাজে নিযুক্ত হয়েছে।

ময়নাগুড়ি বিএড কলেজ প্রাঙ্গণে রাখা হয়েছে অনেক বাস। সেখান থেকেই যাত্রীদেরকে গন্তব্যস্থলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গা থেকে এসেছে বহু বাস। ইতিমধ্যেই কোচবিহার, ধুপগুড়ি, নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে দেয়া হয়েছে ১০০ জন যাত্রীকে। সেখান থেকে নিজেদের গন্তব্যস্থলের দিকে রওনা দিয়েছেন যাত্রীরা। এনবিএসটিসির এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!