এখন পড়ছেন
হোম > রাজ্য > দুর্ঘটনায় মৃত্যু বাঙালি পর্যটকদের ! গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতার !

দুর্ঘটনায় মৃত্যু বাঙালি পর্যটকদের ! গভীর শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতার !


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ওড়িশা বেড়াতে গিয়ে দুর্ঘটনায় কবলে পড়ে বেশ কিছু পর্যটক প্রাণ প্রাণ হারিয়েছেন যার মধ্যে ৬ জনই রয়েছেন পশ্চিমবঙ্গের যারা প্রত্যেকে হাওড়া জেলা উদয়নারায়নপুর এর বাসিন্দা বলে জানা যাচ্ছে সংবাদসূত্রে ।  কিছুদিন আগেই বেশকিছু পর্যটকের একটি দল উড়িষ্যার  দারিংবাড়ি উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তবে সেখান থেকে ঘোরার পথে বিশাখাপত্তনম এর উদ্দেশ্যে রওনা হলে গতকাল গভীর রাতেই কন্ধমহল গঞ্জম জেলার সীমান্তের কাছাকাছি কলিঙ্গ ঘাটের সামনে হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনার কবলে পড়েন পর্যটক দলের গাড়িটি।

সংবাদ সূত্রে জানা গেছে ঘটনাস্থলেই সঙ্গে সঙ্গে পাঁচজনের মৃত্যু হয় যদিও পরবর্তীতে আরও একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে তবে জানা যাচ্ছে এখনো পর্যন্ত কমপক্ষে ৪২ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।  আর এই ঘটনার খবর পেতে বাংলার মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন ।

এদিন ঘটনার পরিপ্রেক্ষিতে  শোক প্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা টুইটারের মাধ্যেমে জানিয়েছেন ”এটা জেনে আমি দুঃখিত যে, আমাদের রাজ্যের ছ’জন দুর্ঘটনায় মারা গিয়েছেন। বুধবার ভোরে ওড়িশার গঞ্জাম জেলায় একটি বাসে ভাইজাগ যাওয়ার সড়ক দুর্ঘটনায়। আঘাতের সাথে লড়াই করছেন আরও বেশ কয়েকজন। আমাদের প্রশাসন মৃতদের দ্রুত ময়নাতদন্ত, আহতদের চিকিত্‍সা ও তাঁদের ফিরে আসার জন্য ওড়িশার আধিকারিকদের সঙ্গে সমন্বয় করছে। প্রিন্সিপাল সেক্রেটারি, ডিজাস্টার ম্যানেজমেন্ট ও উদয়নারায়ণপুরের বিধায়কের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের দল ওড়িশায় যাচ্ছে।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!