এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দুর্যোগ এলেই লাভবান হয় সরকার, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের!

দুর্যোগ এলেই লাভবান হয় সরকার, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে আবার দুর্যোগ আসতে চলেছে। “অশনি” নামক ঝড়ের আতঙ্কে রয়েছেন উপকূলবর্তী এলাকার মানুষ। সরকার ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে অতীতের দুর্যোগের কথা তুলে ধরে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। নিজের মন্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন, দুর্যোগ এলেই লাভবান হয় সরকার।সূত্রের খবর, আজ খড়্গপুরে চা-চক্রে উপস্থিত হন দিলীপ ঘোষ। আর সেখানেই তাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়।

আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, “আগেও সিপিএম আমলে পশ্চিমবাংলায় ঝড়, বন্যা হত। তাতে সরকারের লোকেদের লাভ হত। এখন সেটা আরও ব্যাপক আকারে হয়েছে। টাকা পৌঁছানোর আগেই অ্যাকাউন্টে চলে গিয়েছে। সেখান থেকে মানুষের বিশ্বাসটাই চলে গিয়েছে। ঝড়-বৃষ্টিতে যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হন, তাদের পাশে দাঁড়ানোটাই মানবিকতা। কিন্তু এখন সরকারি টাকা লুট হয়ে যায়।” বিশেষজ্ঞদের মতে, দিলীপ ঘোষ এই কথা বলে রাজ্যকে চাপের মুখে ফেলে দিলেন। যখন দুর্যোগ নিয়ে সকলেই চিন্তিত, তখন ঝড়ের সময় অর্থ নিয়ে যে নয়ছয় করা হয়, তা বুঝিয়ে দিলেন এই বিজেপি নেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!