এখন পড়ছেন
হোম > রাজ্য > দুর্যোগে ক্ষতি হয়েছে ফসলের? ক্ষতিপূরণ দেওয়া নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত! জেনে নিন!

দুর্যোগে ক্ষতি হয়েছে ফসলের? ক্ষতিপূরণ দেওয়া নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-একনাগাড়ে বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। তাই এই পরিস্থিতিতে সেই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকতে বড় সিদ্ধান্ত গ্রহণ করল রাজ্য সরকার। যেখানে ফসলের ক্ষতিপূরণ সরকারের পক্ষ থেকে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হল। তবে এই ক্ষতিপূরণ পেতে হলে বেশ কিছু নিয়ম পালন করতে হবে। এক্ষেত্রে বাংলা শস্য বিমায় আগামী 31 আগস্টের মধ্যে নাম নথিভুক্ত করার কথা বলা হয়েছে। অর্থাৎ যারা এই বাংলা শষ্য বিমায় নাম নথিভুক্ত করবেন, তারাই সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ফসলের জন্য যে ক্ষতিপূরণ, তা পাবেন বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার।

সূত্রের খবর, এদিন নবান্নে এই ব্যাপারে একটি সাংবাদিক বৈঠক করেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। যেখানে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতি পূরণের কথা জানিয়ে দেন তিনি। জানা গিয়েছে, 2020 সালে প্রায় 53 লক্ষ কৃষক নিজেদের নাম নথিভুক্ত করেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে যাদের ফসলের ক্ষতি হয়েছে, তারা যদি ক্ষতিপূরণ পেতে চান, তাহলে তাদের অবশ্যই আগামী 31 তারিখের মধ্যে বাংলা শস্যবিমায় নাম নথিভুক্ত করতে হবে। স্বভাবতই সরকারের এই ঘোষণায় কিছুটা হলেও যে খুশির আবহ তৈরি হয়েছে কৃষিজীবী মানুষদের মধ্যে, তা বলার অপেক্ষা রাখে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের মতে, এই বছর অতিবৃষ্টি হওয়ার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তার মধ্যে ইয়াস নামক ঝড়ের ফলে কৃষিজীবী মানুষের মাথায় হাত পড়ে গিয়েছিল। ব্যাপক ফসল নষ্ট হওয়ার কারণে কিভাবে তারা পরিস্থিতি সামলে উঠবেন, তা নিয়ে তৈরি হয়েছিল চিন্তা। আর এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে প্রথম থেকেই পাশে থাকার কথা জানিয়ে দেওয়া হয়েছে। আর এবার রীতিমতো সাংবাদিক বৈঠক করে কৃষিজীবী সম্প্রদায়ের মানুষের পাশে থাকার কথা জানিয়ে দিল রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!